বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ(১৫ জানুয়ারী) রবিবার দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন তিনি। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম। এর আগে সকালে একই হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ডা. রফিকুল ইসলাম বলেন, ৯ই জানুয়ারি সন্ধ্যায় কেরাণীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান মির্জা আব্বাস। এরপর তার হার্টবিট অনিয়মিত হয়ে যায়। পাশাপাশি কাশি ও শ্বাসকষ্ট বেড়ে যায়। সেই সঙ্গে মূত্রজনিত সমস্যা বেড়ে যাওয়ায় রোববার দুপুরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের অধীনে চিকিৎসাধীন রয়েছেন।
Leave a Reply