আগামী নির্বাচন অংশগ্রহণমূলক না হলে নির্বাচন অর্থহীন হবে বলে মন্তব্য করেছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) মোহাম্মদ আবু হেনা।
তিনি বলেন, নির্বাচন যদি অংশগ্রহণমূলক না হয়, তবে সে নির্বাচন অর্থহীন। নির্বাচন যদি প্রতিদ্বন্দ্বিতামূলক না হয়, তাহলে সে নির্বাচন, নির্বাচন নয়। সুতরাং নির্বাচন কমিশনারের কাছে আমরা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন প্রত্যাশা করি।
অংশগ্রহণমূলক নির্বাচন করতে হলে সবার আস্থা অর্জন করতে হবে। সেই আস্থার ভিত্তিতে সবাইকে নির্বাচনের কোর্সে নিয়ে আসা সম্ভব। এ কাজটা খুবই প্রয়োজন,’ বলেন তিনি।
আজ (২১ ডিসেম্বর) বুধবার বিকেলে দ্য ডেইলি সেন্টারে আয়োজিত সুশাসনের জন্য নাগরিক (সুজন) ও আগামী প্রকাশনীর উদ্যোগে নির্বাচন বিষয়ক দুটি বই উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।