ডেস্ক রিপোর্ট: আজই জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া চূড়ান্ত করে নিষ্পত্তিতে আসার আশা প্রকাশ করেছে জাতীয় ঐকমত্য কমিশন।
আজ (৮ অক্টোবর) বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পঞ্চম বৈঠকের সূচনা বক্তব্যে এই আশাবাদ ব্যক্ত করেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ।
তিনি বলেন, ‘গত দিনে যে অগ্রগতি হয়েছে, আজ বাকি অংশ নিষ্পত্তি করতে পারব আশা করি। সারা দেশ অপেক্ষায় আছে, আমরা ঐকমত্যে পৌঁছাতে পারব, যাতে পথরেখা তৈরি হবে।
অধ্যাপক আলী রিয়াজ জানান, দলগুলোর পক্ষ থেকে সুনির্দিষ্ট একটি প্রস্তাবনা এলে সেটিই সরকারকে জানানো হবে এবং ‘আজ নিষ্পত্তিতে আসা গেলে আজই শেষ আলোচনা’। তিনি দ্রুত একটি সুনির্দিষ্ট প্রস্তাবনা সরকারের কাছে হস্তান্তরের জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান।
তিনি গণভোট বাস্তবায়ন নিয়ে সুনির্দিষ্ট মতামত জানানোর পাশাপাশি সনদের কিছু বিষয়ে যারা ‘নোট অব ডিসেন্ট’ (আপত্তি বা দ্বিমত) দিয়েছেন, সে বিষয়েও গুরুত্ব আরোপ করেন। আরো বলেন, জনগণের সম্মতির ক্ষেত্রে এই আপত্তিগুলো সম্পর্কে জানানো জরুরি, যাতে তারা জেনেশুনে সম্মতি দিতে পারেন।
তিনি আরো বলেন, গণভোটে নোট অব ডিসেন্ট থাকা বিষয়ে আলাদাভাবে জনগণের মতামত নেওয়া যায় কি না, সেটিও কমিশনকে ভাবতে হবে।
কমিশন তাদের সময়সীমা উল্লেখ করে জানায়, ১০ অক্টোবরের মধ্যে জুলাই সনদের সুনির্দিষ্ট বাস্তবায়ন প্রক্রিয়া সরকারের কাছে হস্তান্তর করতে চায় কমিশন। আর ১৫ তারিখের মধ্যেই সম্পন্ন করতে চায় স্বাক্ষর অনুষ্ঠান। কমিশন প্রয়োজনে আরো দু-এক দিন আলোচনা করতে প্রস্তুত, তবে তারা মেয়াদের মধ্যেই পুরো কাজ শেষ করতে চায়।
পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদ পেতে পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন।
Leave a Reply