আজ মহান ভাষা দিবস একুশে ফেব্রুয়ারী। বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গ তথা সমস্ত বাংলা ভাষা ব্যবহারকারী জনগণের গৌরবোজ্জ্বল একটি দিন। এটি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবেও সুপরিচিত।বাঙালি জনগণের ভাষা আন্দোলনের মর্মন্তুদ ও গৌরবোজ্জ্বল স্মৃতিবিজড়িত একটি দিন হিসেবে চিহ্নিত হয়ে আছে।
১৯৫২ সালের এই দিনে (৮ ফাল্গুন, ১৩৫৮, বৃহস্পতিবার) তৎকালীন পূর্ব পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনরত ছাত্রদের ওপর পুলিশের গুলিবর্ষণে অনেক তরুণশহীদ হন।
নিহতদের মধ্যে অন্যতম হলো রফিক, জব্বার, শফিউল, সালাম, বরকত সহ অনেকেই।
তাই এ দিনটিশহীদ দিবস হিসেবে চিহ্নিত হয়ে আছে। ৫ই আগষ্ট, ২০১০ খ্রিষ্টাব্দে জাতিসংঘ কর্তৃক গৃহীত সিদ্ধান্ত মোতাবেক প্রতিবছর একুশে ফেব্রুয়ারি বিশ্বব্যাপীআন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়।
উল্লেখ্য, মহান ভাষা দিবসের এই দিনটিকে যথাযথ মর্যাদায় বাংলাদেশের সকল রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন গুলো দিবসটিকে স্বরণীয় করে রাখতে প্রতিবছর বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে।
Leave a Reply