ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের অপসারিত সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে গ্রেপ্তার করেছে পুলিশ। ব্যারিস্টার তুরিন আফরোজের বিরুদ্ধে পতিত ফ্যাসিস্ট সরকারের নিয়ন্ত্রিত আদালতের মাধ্যমে গনহত্যা চালানোর অভিযোগ রয়েছে।
গতকাল (৭ এপ্রিল) সোমবার গভীররাতে রাজধানীর উত্তরার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়
পতিত ফ্যাসিস্ট সরকারের নিয়ন্ত্রিত আদালতের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
উত্তরার বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা রয়েছে, হত্যার উদ্দেশ্যে গুলি চালানোর অভিযোগে তার বিরুদ্ধে এ মামলা হয়েছে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় এক শিক্ষার্থীকে হত্যার উদ্দেশ্যে গুলি করার অভিযোগে তার বিরুদ্ধে মামলাটি দায়ের হয়।
বিষয়টি নিশ্চিত করে ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো.মহিদুল ইসলাম বলেন, ব্যারিস্টার তুরিন আফরোজ গ্রেফতার করা হয়েছে। তার গনঅভ্যুত্থানে আন্দোলনকারীদের উপর হত্যা উদ্দেশ্য হামার ঘটনায় মামলা রয়েছে। আজ তাকে আদালতে প্রেরণ করে রিমান্ড চাওয়া হবে।
পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদ পেতে পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন।
Leave a Reply