আন্তর্জাতিক ডেস্ক: ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়ক বলেছেন, ইসরায়েলের নৃশংস ও ভয়াবহ আগ্রাসনের প্রথম দিন থেকে এখন পর্যন্ত, সেনাবাহিনীর সৈন্যরা ইরানের পবিত্র ভূখণ্ড রক্ষার জন্য প্রচেষ্টা চালিয়েছে।
চলমান ইসরায়েল ও ইরানের মধ্যে চলা পাল্টাপাল্টি হামাল প্রসঙ্গে ইরানের নতুন নিযুক্ত সেনাবাহিনীর প্রধান জেনারেল আমির হাতামি বলেন, এখন চলছে পবিত্র ভূখন্ড রক্ষার লড়াই, এরপর আমরা পূর্ণ প্রস্তুতির সাথে ইসরায়েলের ওপর কঠোর আঘাত হানতে থাকবো, যা ইসরায়েল কল্পনও করতে পারবে না।
ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়ক মেজর জেনারেল আমির হাতামি সেনাবাহিনীর সর্বাধিনায়ক হিসেবে নিযুক্ত হওয়ার পর এক বার্তায় সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ কমান্ডারের প্রশংসা করে বলেছেন: ইরানের সেনাবাহিনীর সাহসী সৈন্যরা পূর্ণ প্রস্তুতি নিয়ে ইসরাইলের বিরুদ্ধে কঠোর আঘাত হানতে প্রস্তুত রয়েছে।
পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদ পেতে পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন।
Leave a Reply