ডেস্ক রিপোর্ট: আমার ভাইটারে খুঁজে দেন এমন আকুতি জানিয়ে চিৎকার করে কাঁদতে কাঁদতে বলছেন এক বোন। রাজধানীর ফুলবাড়িয়া বাসস্ট্যান্ডের বিপরীতে সিদ্দিক বাজার এলাকায় এক ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত এ ঘটনায় ২১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন দুই শতাধিক। অনেকে তাদের স্বজনদের খুঁজছেন ।
স্বজনদের আহাজারিতে চারপাশ ভারী হয়ে উঠেছে। একের পর এক অ্যাম্বুলেন্স আসছে। অ্যাম্বুলেন্স থামার সঙ্গে সঙ্গে স্বজনরা দৌড়ে যাচ্ছেন। তাদের পরিচিতদের খুঁজছেন। দু’জন নারীকে কাঁদতে দেখা গেল। তাদের একজন জানালেন, তার ভাই সম্রাট কাজ করতো গুলিস্তানে। দুপুর তিনটায় খাওয়া দাওয়া করে সেখানে যায়। দুর্ঘটনার পর থেকে তাকে পাওয়া যাচ্ছে না।
Leave a Reply