শরীফ হায়দার শিবলু: ঢাকার রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) কমান্ড্যান্ট শহীদ উল্লাহর বিরুদ্ধে ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। সিপাহি নিয়োগে দুর্নীতি ছাড়াও ঢাকায় ৫টি ফ্ল্যাট, কুমিল্লায় ৩০ বিঘা জমি, শাশুড়ির নামে ঢাকার অভিজাত এলাকায় ফ্ল্যাটও কিনেছেন বলে খবর এসেছে।
দুর্নীতি দমন কমিশন (দুদক) এসব বিষয়ে অনুসন্ধান শুরু করেছে।
তিনি বলেন, বাহিনীতে নিম্নমানের ইউনিফর্ম দিয়ে তিন কোটি টাকা আত্মসাৎ ও বিভিন্ন দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকার সম্পদ অর্জনের বিষয়ে আরএনবির কমান্ড্যান্ট শহীদ উল্লাহর বিষয়ে অনুসন্ধান শুরু হয়েছে। আমরা ইতিমধ্যে চিঠিও ইস্যু করেছি।
গত ২৭ জুলাই দুদক থেকে ইস্যু করা চিঠিতে শহীদ উল্লাহর বিরুদ্ধে ৮টি অভিযোগের ওপর নথিপত্র চায় দুদক। এর মধ্যে ২০২২-২৩, ২০২৩-২৪ অর্থবছরের ইউনিফর্ম, বুট, মোজা, রেইনকোট, ফগার মেশিন, হ্যান্ড মাইক বিতরণ সংক্রান্ত কাগজ, আরএনবির বিভিন্ন মালামাল ক্রয়ের কাগজসহ ৮টি বিষয়। এর মধ্যে ৩টি বিষয়ে নথিপত্র পেয়েছে দুদক।
দুদক সূত্র বলছে, ঢাকার শান্তিনগরে অবস্থিত রূপায়ণ টাওয়ারের তৃতীয় তলায় শাশুড়ির নামে একটি ফ্ল্যাট কিনেছেন শহীদ উল্লাহ। শাশুড়ির কোনো আয়ের উৎস নেই। যেদিন থেকে কিনেছেন ওইদিন থেকে স্ত্রী-সন্তানসহ সেখানে থাকেন শহীদ উল্লাহ। ঢাকা মহানগরে রাজারবাগ পুলিশ লাইনস সংলগ্ন শান্তিনগরের রূপায়ণ টাওয়ারের তৃতীয় তলার এই ফ্ল্যাটের দাম প্রায় তিন কোটি টাকা। ওই ফ্ল্যাটের পাশেই রয়েছে তার ছয়তলা একটি ভবন। ঢাকার উত্তরায় তিনটি, রাজধানীর মুগদাপাড়ায় আরও দুটি প্লট এবং কুমিল্লায় ঢাকা কুমিল্লা হাইওয়ের পাশে ৩০ বিঘা জমি কিনেছেন বলে অভিযোগ শহীদ উল্লাহর বিরুদ্ধে।
বিষয়টি মুক্ত আকাশ ২৪.কমকে নিশ্চিত করেছেন, ঢাকার দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা মো. মনোয়ারুল।
উল্লেখ্য, বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) সিআই পদ মর্যাদা থেকে শুরু করে উর্ধতন বেশীরভাগ কর্মকর্তাই কর্মস্থলে অনিয়মের সাথে জড়িত। শুধু কমান্ড্যান্ট শহীদুল্লাহ নয় সার্কেল ইন্সপেক্টরের থেকে উপরস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে দুদক অনুসন্ধান চালালে বেশীরভাগ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ মিলবে।
পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদ পেতে পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন।
Leave a Reply