সাভারের আশুলিয়ার পুরাতন ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা, ডিইপিজেডের একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার সন্ধ্যা পৌনে ৬টায় প্যাকজার নামে ওই কারখানায় আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুনের খবর পেয়ে তা নিয়ন্ত্রণে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ডিইপিজেড ও সাভার ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নেভানো এবং উদ্ধার তৎপরতা চলছে। এ ঘটনায় এখনো হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের উপ-সহকারী পরিচালক (মিডিয়া সেল) শাহজাহান শিকদার নিশ্চিত করে বলেন, বর্তমানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। এখন পর্যন্ত হতাহতের বা আগুনের সূত্রপাতের কোনো তথ্য জানা যায়নি।
Leave a Reply