ইউক্রেনে হামলা করলে পশ্চিমা দেশগুলোর প্রতিক্রিয়া কী হবে তা বুঝতে ভুল করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এমন দাবি করেছেন। এতে তিনি রুশ প্রেসিডেন্টের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে বলেন, ইতিহাসে দেখা গেছে, আগ্রাসী আচরণের কারণে স্বৈরশাসকরা যদি মূল্য না দেয়, তাহলে তারা আরো বিশৃঙ্খলা তৈরি করবে। এ খবর দিয়েছে বিবিসি।
ন্যাটো ও যুক্তরাষ্ট্র ইউক্রেনের পাশে রয়েছে বলে ওই ভাষণে আশ্বাস দিয়েছেন বাইডেন। তিনি বলেন, কোন রকম উসকানি ছাড়াই রাশিয়া পূর্ব-পরিকল্পিতভাবে ইউক্রেনে হামলা করেছে। কূটনীতির মাধ্যমে সমাধানের চেষ্টা করা সত্যেও পুতিন বারবার তা প্রত্যাখ্যান করেছেন। তিনি ভেবেছিলেন, পশ্চিমা বিশ্ব ও ন্যাটো কোনো প্রতিক্রিয়া দেখাবে না। তিনি ভেবেছিলেন, তিনি আমাদের বিভক্ত করতে পারবেন।
কিন্তু ‘স্বাধীনতাকামী জাতিরা’ একজোট হয়ে যুক্তরাষ্ট্রের পাশে এসে দাঁড়িয়েছে। এরপরই তিনি বলেন, পুতিন ভুল ছিল। আমরা তৈরি ছিলাম।
ভাষনে ইউক্রেনের জনগনের প্রশংসা করে বাইডেন বলেন, তারা হচ্ছে ‘শক্তিশালী প্রাচীরের’ মতো, যেটা কেউ ধারণা করেনি। ছয়দিন আগে পুতিন চেয়েছিল স্বাধীন পৃথিবীর ভিত্তি নাড়িয়ে দিতে। সে ভেবেছিল তার মতো করে এটা বাঁকা করতে পারবে। কিন্তু তার হিসেব ছিল পুরোপুরি ভুল।
Leave a Reply