উন্নয়নের জোয়ারে নৌকা ডুবে যাচ্ছে; জাফরুল্লাহ চৌধুরী - মুক্ত আকাশ
    বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০২:৫৩ অপরাহ্ন
    শিরোনাম:
    বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন করা হলে সরাসরি এড়িয়ে যায় মুখপাত্র ট্যামি ব্রুস বৃহস্পতিবার থেকে রাজনৈতিক দলের সাথে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শুরু চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ১৭ মামলার আসামি সাজ্জাদের স্ত্রীর সংখ্যা ২৫ যুদ্ধ বিরতির মধ্যেই ঘরে ফেরা ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হামলা ফ্যাসিস্ট হাসিনার নামে বেনামে আরও ৩১ ব্যংকে হিসাব জব্দের নির্দেশ ভারতীয় করোনার টিকা আমদানি করে ২২ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ সালমান এফ রহমানের বিরুদ্ধে উপদেষ্টারা গনঅভ্যুত্থান নিয়ে বিভাজনরেখা তৈরি করছেন: রিজভী বাংলাদেশে সৌর বিদ্যুৎ উৎপাদনে বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে বলে প্রধান উপদেষ্টাকে জানিয়েছে চীন পুলিশকে অবহেলা করে কিংবা পাশ কাটিয়ে গিয়ে দেশ গড়তে পারবো না ডিবি হেফাজতে নিহত শীর্ষ সন্ত্রাসী ইমনের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে

    উন্নয়নের জোয়ারে নৌকা ডুবে যাচ্ছে; জাফরুল্লাহ চৌধুরী

    • Update Time : শনিবার, ২৬ নভেম্বর, ২০২২
    • ৫৩ Time View

    নৌকা এখন উন্নয়নে ডুবে যাচ্ছে বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ও প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, আধুনিক মালয়েশিয়ার প্রতিষ্ঠাতা মাহাথির মোহাম্মদকে দেখে শিক্ষা নেওয়া প্রয়োজন। এত যদি উন্নয়ন করে থাকেন, তাহলে একটা সুষ্ঠু ভোট দেন।

    আজ শনিবার জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। চলমান সংকট উত্তরণে গণপরিষদ নির্বাচন এবং রাজনৈতিক দল বা জোটভিত্তিক প্রাপ্ত ভোটের আনুপাতিক প্রতিনিধিত্বের সরকার গঠন শীর্ষক আলোচনা সভার আয়োজন করে সোনার বাংলা পার্টি। রাজনৈতিক সংগঠনটির ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই আয়োজন।

    জাফরুল্লাহ চৌধুরী বলেন, যারা নিরপেক্ষ, শান্তিপূর্ণ রাষ্ট্র চায়, তাদের সঙ্গে নিয়েই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন চলবে। মানুষের যা আয় করছে, তার সিংহভাগ চলে যায় শুধু চাল কিনতেই।

    নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ‘আমাদের বোঝা দরকার যে সরকার দেশ চালাচ্ছে। হিটলার থাকলে আজ লজ্জা পেত। পুলিশকে এখন কর্তা বানানো হচ্ছে। একই স্থানে বিএনপি সমাবেশ করার সুযোগ পাচ্ছে না। অথচ সরকারদলীয় দলগুলো সুযোগ পাচ্ছে।

    মান্না আরও বলেন, আওয়ামী লীগই সবচেয়ে অশান্তিতে দুবার ক্ষমতা দখল করেছে। আগামী ১০ তারিখে কী হবে, যারা আন্দোলন করছে তারা আমাদের জানায়নি। ভাবনার বিষয়, মানুষ যেভাবে জেগেছে, তিন দিন ধরে চিড়া–মুড়ি নিয়ে বক্তব্য শুনছে। তারা ঢাকায় চলে আসলে শ্রীলঙ্কার মতো অবস্থা হয় কি না।

    মান্না আরও বলেন, ‘মানুষ দ্রব্যমূল্যের কশাঘাতে কাতর। গুলি করে এগুলোকে থামাতে পারবেন না। সরকারকে ক্ষমতা ছাড়তে হবে। এরপর মাথা ঠান্ডা রেখে আমাদের কাজ করতে হবে।’

    গণঅধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক বলেন, ‘আওয়ামী লীগ ও বিএনপি চায় সচিবালয় থেকে পাবলিক টয়লেট পর্যন্ত তাদের লোক থাকবে। আওয়ামী লীগ আজ মুক্তিযুদ্ধের চেতনাকে ভেঙে খানখান করেছে। ব্যাংকগুলোতে ডাকাতের দল দখল করে নিয়েছে। জনগণ যখন তৈরি হচ্ছে, দলগুলোকে বিভক্ত করে দিচ্ছে আওয়ামী লীগ। আমরা দেখতে চাই, সরকার কারাগারে কতজনকে রাখতে পারে।’

    সোনার বাংলা পার্টির সহসভাপতি শেখ আব্দুন নুরের সভাপতিত্বে সভায় বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    Please Share This Post in Your Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    More News Of This Category
    © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
    ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই