এই ফ্যাসিস্ট স্বৈরশাসককে হটিয়ে দেশে গনতন্ত্র পুনরুদ্ধার করতে হবে বলে মন্তব্য করেছেন, বিএনপি নেতা আব্দুল্লাহ আল-নোমান।
আজ (৭ জানুয়ারী) শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়ত হল রুমে ছিদ্দিকুল ইসলাম নাগরিক শোক সভা কতৃক আয়োজিত স্বরণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত স্বরণ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল- নোমান।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আব্দুল্লাহ আল- নোমান বলেন, মরহুম মাওলানা ভাসানী ও ছিদ্দিকুল ইসলাম জনগণের দাবী আদায়ের লক্ষ্যে দীর্ঘকাল সংগ্রাম করে জনগণের নায্য অধিকার কিভাবে আদায় করতে হয় তা আমাদের শিখিয়ে গেছেন।
নোমান আরও বলেন, বর্তমান এই ফ্যাসিস্ট স্বৈরশাসককে হটিয়ে দেশে গনতন্ত্র ফিরিয়ে আনতে হলে দলমত নির্বিশেষে দেশের সকল নাগরিককে এক কাতারে আসতে হবে এবং দুর্বার আন্দোলনের মাধ্যমে গনতন্ত্র পুনরুদ্ধার করতে হবে।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল (অঃ) সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম হোসেন বীরবিক্রম। চেয়ারম্যান বাংলাদেশ কল্যাণ পার্টি। আরও উপস্থিত ছিলেন, জোনায়েদ সাকি।
প্রধান সমন্বয়কারী গণসংহতি আন্দোলন।
Leave a Reply