করোনা ভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টের সাবভ্যারিয়েন্ট বিএ.২-এর কারণে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে যেতে পরে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রধান মেডিকেল উপদেষ্টা ও শীর্ষ সংক্রামক বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউচি। তিনি বলেছেন, ইউরোপ বা বৃটেনের মতো করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা যুক্তরাষ্ট্রে বাড়তে পারে। ওমিক্রনের সাবভ্যারিয়েন্ট বিএ.২-এর জন্য এই বৃদ্ধি ঘটতে পারে বলে তিনি অভিমত দিয়েছেন। তবে বলেছেন, এই সংক্রমণ বৃদ্ধি বিপজ্জনক হবে না।
ড. অ্যান্থনি ফাউচি আরও বলেছেন, করোনা মহামারিকালে যুক্তরাষ্ট্র সঠিক পথেই অগ্রসর হচ্ছে। এবিসি’র দিস উইক প্রোগ্রামে ফাউচি বলেন, মূল ওমিক্রন ভ্যারিয়েন্টের চেয়ে এক ডিগ্রি বেশি সংক্রমণ ক্ষমতা আছে এর সাবভ্যারিয়েন্ট বিএ.২ এর। তবে তা বহুগুণ বেশি নয়।
ফলে এই সংক্রমণ ক্ষমতা শতকরা ৫০ ভাগ থেকে ৬০ ভাগ বা কিছুটা বেশি হতে পারে। এর অর্থ হলো এই সাবভ্যারিয়েন্ট সংক্রমণের ক্ষেত্রে প্রাধান্য বিস্তার করতে পারে। ড. ফাউচি আরও বলেন, সারা বিশ্বে এর শতকরা হার ৮০ ভাগের কিছু বেশি। বিচ্ছিন্নভাবে তা শতকরা ৮৫ ভাগ। যুক্তরাষ্ট্রে কোথাও কোথাও এর সংক্রমণ শতকরা প্রায় ৩০ ভাগ। ফলে এর ক্রমবর্ধমান সংক্রমণ সক্ষমতা আছে। যদি আপনি আক্রান্তের সংখ্যার দিকে তাকান তাহলে একে খুব ভয়াবহ মনে হবে না। এই সাবভ্যারিয়েন্ট রোগ প্রতিরোধ ক্ষমতাকে ফাঁকি দিতে পারে বলে মনে হয় না। এ জন্য আমরা ইউরোপ ও বৃটেনের মতো আক্রান্তের সংখ্যা বেশি দেখতে পারি।
সূত্র – গার্ডিয়ান।
Leave a Reply