আন্তর্জাতিক ডেস্ক: দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।
আজ (১৮ জুন) বুধবার বাংলাদেশ সময় রাত পৌনে ১১টার দিকে ইসরায়েলে নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তারা মিসাইল ভূপাতিতের চেষ্টা চালাবে। এছাড়া ইসরায়েলিদের আশ্রয়কেন্দ্রে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানায় তারা।
আয়াতুল্লাহ আলী খামেনির বাড়িতে হামলার সংবাদটি গুজব
ইরানের সুপ্রিম নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বাড়িতে হামলা চালানো হয়েছে বলে খবর ছড়িয়েছে। তবে এই খবর অস্বীকার করেছে ইরান। দেশটির আধাসরকারি বার্তাসংস্থা ফার্স নিউজ জানিয়েছে, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।
ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, এবারই প্রথমবারের মতো ইরানের কোনো সংবাদমাধ্যম জানিয়েছে, ইরানের সর্বোচ্চ নেতার ওপর হামলার দাবি করা হচ্ছে। যদিও এটি সত্যতা নিশ্চিত করা হয়নি।
ফার্স নিউজের সঙ্গে ইরানের চৌকস ইসলামিক বিপ্লবী গার্ডের সংশ্লিষ্টতা আছে বলে ধারণা করা হয়। খামেনির বাড়িতে হামলার গুজবের ব্যাপারে বার্তাসংস্থাটি বলেছে, “সুপ্রিম নেতার আজকের (১৮ জুন) বক্তব্যের পর যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি সরকারের ক্ষোভ ও বিভ্রান্তি এই গুজবের মাধ্যমে ফুটে উঠেছে।
পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদ পেতে পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন।
Leave a Reply