কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের উপর হামলার ঘটনা ঘটেছে। বুধবার বিকাল সোয়া ৪টার দিকে নারায়ণগঞ্জের আড়াইহাজারে কৃষ্ণপুরা এলাকায় এই হামলার ঘটনা ঘটে। সভাপতি ও সাধারণ সম্পাদকের গাড়িতে ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।
তিনি সংবাদ মাধ্যমেকে জানান, আজ (২৩,শে নভেম্বর) নারায়ণগঞ্জ আড়াই হাজার কৃষ্ণপুরার কাছাকাছি এই হামলার ঘটনা ঘটে। ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা এই হামলা চালান বলে অভিযোগ করে তিনি বলেন,গাড়ির ড্রাইভারসহ পাঁচজন আহত হয়েছেন। এর মধ্যে ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল গুরুতর আহত হয়েছেন। তাকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ সময় তাদের গাড়িটি ভাঙচুর করা হয়।
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পুলিশের গুলিতে নিহত ছাত্রদল নেতা নয়নের পরিবারের খোঁজখবর নিয়ে ঢাকায় ফেরার পথে এই হামলার ঘটনা ঘটে।