নীলফামারীর ডোমারের চিলাহাটিতে মিতালী এক্সপ্রেসের লাইট ইঞ্জিন ও খুলনাগামী রূপসা এক্সপ্রেসের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
আজ (১৮ জানুয়ারী) বুধবার সকাল সাড়ে ৮টার দিকে চিলাহাটি রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। এ সংঘর্ষে এক আহত হয়েছেন।
আহত ব্যক্তি হলেন- মিতালীর সহকারী লোকোমাস্টার মাজেদুর রহমান।
স্থানীয় সূত্রে জানা গেছে, খুলনাগামী রূপসা এক্সপ্রেস চিলাহাটি পয়েন্ট ছেড়ে কিছুটা সামনে এসেই মিতালী এক্সপ্রেস ট্রেনের লাইট ইঞ্জিনের সঙ্গে সংঘর্ষ হয়।
রেলওয়ে পুলিশ কর্মকর্তা নেসারুজ্জামান বলেন, মিতালী এক্সপ্রেসের ট্রেনের ইঞ্জিন এখনো চালু আছে। লোকোমাস্টার আহত হওয়ায় ইঞ্জিন বন্ধ করা যাচ্ছে না। আমরা চেষ্টা করছি ইঞ্জিন বন্ধ করার।
চিলাহাটি ফায়ার সার্ভিসের লিডার নুরে আলম সিদ্দিকি বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ঘটনাস্থলে আমাদের একটি ইউনিট ও ডোমারের একটি ইউনিট উদ্ধার কাজ চালাচ্ছে।
Leave a Reply