আসন্ন রমজান মাস উপলক্ষে একসঙ্গে বেশি করে পণ্য ক্রয় নো কেনার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, রমজান মাসে আসলে তার আগেই হুমড়ি খেয়ে একসঙ্গে সব মাল কিনলে স্বাভাবিকভাবেই এর প্রভাব বাজারে পড়ে।
আজ (২২ জানুয়ারী) রবিবার দুপুরে রংপুর ক্রিকেট গার্ডেন মাঠে বাণিজ্য মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, গেল বছর রমজানের আগে ব্যবসায়ীদের সঙ্গে আলাপ করেছিলাম পণ্য মূল্য নিয়ন্ত্রণে রাখার বিষয়ে। কিন্তু তারা সে কথা রাখেননি। এবারও বসবো। তবে এবার মজুদদারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
এছাড়াও তিনি গ্যাসের মূল্যবৃদ্ধির কারণে এর প্রভাব পড়ার বিষয়টি নিয়ে আবারও কনসিডার করার বিষয়ে সরকারের চিন্তা ভাবনার কথা তুলে ধরেন।
পরে বাণিজ্য মেলারে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মন্ত্রী। এ সময় রংপুর চেম্বার ও স্থানীয় আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।
Leave a Reply