র্যাবের ওপর থেকে সাময়িক বা আংশিকভাবে হলেও নিষেধাজ্ঞা প্রত্যাহারের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। বিপরীতে দেশে সর্বজনীন মানবাধিকার, আইনের শাসন এবং মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিতের তাগিদ দিয়েছে যুক্তরাষ্ট্র।
বৃহস্পতিবার মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়েন্ডি শ্যারমেনের সঙ্গে ওয়াশিংটনে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের বৈঠক হয়। ওই বৈঠকে র্যাব এবং প্রতিষ্ঠানটির সাবেক ও বর্তমান ৭ কর্মকর্তার ওপর বিদ্যমান নিষেধাজ্ঞা এবং বাংলাদেশ পরিস্থিতি নিয়ে তাৎপর্যপূর্ণ আলোচনা হয়। বৈঠকের বিষয়ে উভয় পক্ষ পৃথক সংবাদ বিজ্ঞপ্তি প্রচার করেছে।
ঢাকার বিজ্ঞপ্তিতে বলা হয়, মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়েন্ডি শ্যারমেনের সঙ্গে বৈঠকে সচিব মাসুদ বিন মোমেন নিজে থেকে নিষেধাজ্ঞার বিষয়টি উত্থাপন করেন। বলেন, নিষেধাজ্ঞার ফলে সন্ত্রাসবাদ, সহিংস উগ্রবাদ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে বাংলাদেশের উদ্যোগ ভেস্তে যায় কি না- তা নিয়ে ঢাকা বেজায় উদ্বিগ্ন। নিষেধাজ্ঞার তালিকা থেকে র্যাব ও সংস্থাটির কয়েকজন সাবেক ও বর্তমান কর্মকর্তাকে বাদ দেয়ার আইনি প্রক্রিয়া স্থগিত থাকা এবং সংস্থার কর্মপ্রণালী সংশোধনের বিষয়গুলোকে বিবেচনায় নিয়ে আরোপিত নিষেধাজ্ঞার আংশিক বা সাময়িক ছাড় দেয়ার বিষয়টি যুক্তরাষ্ট্র বিবেচনায় নিতে পারে।
এদিকে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র নেড প্রাইস প্রচারিত সংক্ষিপ্ত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেপুটি সেক্রেটারি অফ স্টেট ওয়েন্ডি শ্যারমেন আজ (বৃহস্পতিবার) বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেন।
যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কের ৫০তম বার্ষিকী উপলক্ষ্যে অনুষ্ঠিত ওই সাক্ষাৎ-বৈঠকে দ্বিপক্ষীয়, অর্থনৈতিক, বাণিজ্যিক এবং নিরাপত্তা সহযোগিতা নিয়ে তারা মতবিনিময় করেন। সেখানে ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা ও সমৃদ্ধির নানামুখি পদক্ষেপ বিষয়ে তারা কথা বলেন। ডেপুটি সেক্রেটারি শ্যারমেন মানবাধিকার, আইনের শাসন এবং মত প্রকাশের স্বাধীনতা রক্ষার ওপর গুরুত্বারোপ করে বলেন, বাংলাদেশের জনগণের মত প্রকাশের স্বাধীনতা, মানবাধিকার সুনিশ্চিত ও গনতন্ত্র প্রতিষ্ঠার পক্ষে কাজ করছে ওয়াশিংটন।
Leave a Reply