আন্তর্জাতিক ডেস্ক: গাজার বিরুদ্ধে ইসরাইলের হামলা শুরু হলে আটক সকল জিম্মিকে হত্যার হুঁশিয়ারি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস।
বৃহস্পতিবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে সংগঠনটির একজন মুখপাত্র। গাজায় আটক জিম্মিদের ছেড়ে দেয়ার বিষয়ে নিজের ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের হুমকির পর ওই বিবৃতিতে দিয়েছে হামাস। এমন তথ্য প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম এবিসি নিউজ।
প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গাজায় যুদ্ধবিরতি চললেও সেখানে সহায়তা প্রবেশে বাধা দিচ্ছে ইসরাইল। দেশটির বিরুদ্ধে গুন্ডামি, সহায়তা প্রবেশে বাধাদান এবং বেপরোয়া হামলার অভিযোগ তুলেছে হামাস।
আল কাসসাম বিগ্রেডের সামরিক মুখপাত্র আবু উবাইদা বৃহস্পতিবার তার রেকর্ড করা বার্তায় বলেছেন, শত্রুরা (ইসরাইল) চুক্তি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। কেননা প্রধানমন্ত্রী (বেনিয়ামিন নেতানিয়াহু) তার বন্দীদের জীবনের চেয়ে রাজনৈতিক স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছেন। ইসরাইলকে দখলদার উল্লেখ করে তিনি আরও বলেন, দখলদাররা আমাদের জনগণের বিরুদ্ধে হামলা আরও জোরদার করতে আমেরিকার সবুজ সংকেত তালাশ করছে।
ইসরাইলের এই যুদ্ধের হুমকি তাদের ব্যর্থতার কারণ হবে বলে উল্লেখ করেছেন উবাইদা। বলেছেন, ইসরাইলের যুদ্ধের হুমকি তাদের ব্যর্থতা ছাড়া আর কিছুই বয়ে আনবে না। এর মাধ্যমে তারা জিম্মিদের মুক্ত করতে পারবে না। আমরা ইসরাইলি বন্দীদের পরিবারকে সতর্ক করছি, যারা বেঁচে আছেন তাদের জন্য আমাদের কাছে এখনও জীবনের বহু প্রমাণ রয়েছে। সম্ভাব্য সকল পরিস্থিতির জন্য হামাস প্রস্তুত বলে হুঁশিয়ারি দিয়েছেন ওই নেতা। তিনি বলেছেন, ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে যেকোনো আগ্রাসন বৃদ্ধি হলে, জিম্মিদের হত্যা করা হবে।
এছাড়া উপত্যকার জনগণের জন্য একটি সুন্দর ভবিষ্যত অপেক্ষা করছে। তবে আপনারা (হামাস) যদি জিম্মিদের আটকে রাখেন তাহলে তা হবে না। যদি সেটাই করেন আপনাদের জন্য মৃত্যু। বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত নিন। এখনই জিম্মিদের ছেড়ে দিন। নইলে হামাসকে নরকসম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। বুধবার ওয়াশিংটনের ওভাল অফিসে মুক্তি পাওয়া ৮ জিম্মির সঙ্গে কথা বলেছেন তিনি। এখনও ২৪ জন জিম্মি জীবিত অছে বলে ধারণা করা হচ্ছে।
পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদ পেতে পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন।
Leave a Reply