চট্টগ্রাম: চট্টগ্রামের পটিয়ায় ট্রাক-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-শিশুসহ চারজন নিহত হয়েছে। দুর্ঘটনায় এক নারী, দুই শিশু ও সিএনজি অটোরিকশা চালক ঘটনাস্থলেই মারা যান।
গতকাল (১১ জুলাই) বৃহস্পতিবার রাত ১১টায় চট্টগ্রাম-কালুরঘাট সড়কের চরকানাই মিলিটারি পুলের কাছে হক্কানি পেপার মিলের সামনে এ ঘটনা ঘটে।
নিহত নারীর নাম রুমি আকতার (৩০)। তিনি পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের আলীর মেয়ে। অপর শিশুর নাম ফাহিম (৫)। সে একই এলাকার গিয়াস উদ্দিনের ছেলে। অপর শিশুর পরিচয় পাওয়া যায়নি। এছাড়া নিহত সিএনজি অটোরিকশা চালক আনোয়ার প্রকাশের (৩৭) বাড়ি বোয়ালখালী উপজেলায় বলে জানান স্থানীয় চালকরা।
দুর্ঘটনায় সিএনজি অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। পরে পটিয়া ফায়ার সার্ভিস, পটিয়া থানা ও কালারপোল পুলিশ ফাঁড়ির সদস্যরা নিহতদের উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে পটিয়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা সাইফুল ইসলাম মুক্ত আকাশ ২৪.কমকে বলেন, ঘটনাস্থলে চারজন মারা গেছেন। দু’জনকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। নিহত দু’জনকে স্বজনরা নিয়ে গেছে।
পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদ পেতে পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন।
Leave a Reply