1. admin@muktoakash24.com : shorif : shorif haider
  2. adminbackup@wordpress.org : adminbackup :
  3. muktoakash24@gmail.com : muktoakash24 :
  4. noreply@muktoakash24.com : sys_4186c82d :
  5. wadminw@wordpress.com : wadminw : wadminw
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ১৭ মামলার আসামি সাজ্জাদের স্ত্রীর সংখ্যা ২৫ - মুক্ত আকাশ
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ৬ থানা থেকে ছাত্রদল নেতাকে ছিনিয়ে নেওয়ায় ওসি প্রত্যাহার হত্যা মামলায় ওসি আবুল হোসেনের ৩ দিনের রিমান্ড দিয়েছে আদালত চার দিনব্যাপী বিনিয়োগ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা ইসরায়েল বিরোধী বিক্ষোভ থেকে হামলা ও লুটপাটের ঘটনায় গ্রেফতার ৭২ সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সাংসদ আজিজকে জেলগেট থেকে আবারও পুলিশে দিয়েছে ছাত্র জনতা (ভিডিও) লুটপাট-হামলাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলাম নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে কাজ করছি আমরা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি গ্রেফতার দুই জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৭, আহত ২৫

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ১৭ মামলার আসামি সাজ্জাদের স্ত্রীর সংখ্যা ২৫

  • Update Time : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ২৮ Time View

চট্টগ্রাম: রাজধানী ঢাকার একটি শপিংমল থেকে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে গ্রেপ্তার করেন পুলিশ। এরমধ্যে বান্ডিল বান্ডিল টাকা খরচ করে তাকে কয়েকদিনের মধ্যে জেল থেকে বের করার ঘোষণা দিয়েছেন তার স্ত্রী।

১৭ মামলার আসামি সাজ্জাদকে গ্রেপ্তারের পর প্রতিক্রিয়া জানিয়ে তার স্ত্রী টিকটকার তামান্না শারমিন ফেসবুকে একটি ভিডিও বক্তব্য দেন। ভিডিওটি ইতিমধ্যে ভাইরাল হয়েছে।

এর আগে গত ২৮ জানুয়ারি, মঙ্গলবার রাত ১০টা ৩৯ মিনিটে নিজের ফেসবুকে লাইভে ওসি আরিফুর রহমানকে হত্যা হুমকি দেন তিনি। ওসিকে লাইভে হুমকি দেওয়ার পরপর সরব হয় র‌্যাব-পুলিশ।

সিএমপি সূত্রে জানা গেছে, সিএমপি কমিশনার হাসিব আজিজের প্রত্যক্ষ নির্দেশনায় উপপুলিশ কমিশনার (উত্তর) আমিরুল ইসলামের নেতৃত্বে অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. জাহাঙ্গীর আলমসহ সিএমপির একটি বিশেষ টিম ১৫ মার্চ রাত সাড়ে ৯টার দিকে ঢাকার বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বুড়ির নাতি ছোট সাজ্জাদকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে জানতে চাইলে সিএমপি কমিশনার হাসিব আজিজ মুক্তআকাশ২৪.কমকে বলেন, ভয়ংকর এই অপরাধী ছোট সাজ্জাদ পুলিশকে চ্যালেঞ্জ করেছিলেন। পুলিশকে চ্যালেঞ্জ করলে পরিণতি কী হয়, সাজ্জাদের গ্রেপ্তার তারই প্রমাণ। তিনি আরও বলেন, অপরাধী যেই হোক, অপরাধ করলে তাকে আইনের আওতায় আসতে হবেই।

তিনি বলেন, সন্ত্রাসী সাজ্জাদের ২৫ জন স্ত্রী রয়েছেন। তার স্ত্রীরাও অপরাধের সহযোগী ছিলেন ।

গত বছরের ২১ অক্টোবর সোমবার বিকালে নগরীর চান্দগাঁও থানার শমসেরপাড়া এলাকায় আফতাব উদ্দিন তাহসিন নামে এক যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যা করার অভিযোগ ছোট সাজ্জাদের বিরুদ্ধে। এর আগে একই বছরের ২৯ আগস্ট নগরীর অক্সিজেন কুয়াইশ সড়কে আনিস ও মাসুদ নামে দুই যুবককে রাতের অন্ধকারে গুলি করে হত্যা করেন আওয়ামী সরকারের স্থানীয় নেতাদের আশ্রয়-প্রশ্রয়ে আধিপত্য বিস্তার করা এই সন্ত্রাসী।

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও ও বায়েজিদ এবং জেলার হাটহাজারী থানা এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করতে একের পর এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটান সাজ্জাদ। গত ৪ ডিসেম্বর নগরীর অক্সিজেন এলাকায় পুলিশের ওপর প্রকাশ্যে গুলি ছোড়েন তিনি। তার এলোপাতাড়ি ছোড়া গুলিতে আহত হন পুলিশ সদস্যসহ চারজন।

এরপর সিএমপির বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমানকে হত্যার হুমকি দিয়ে দেশজুড়ে আলোচিত হয়ে ওঠেন তিনি। আওয়ামী সরকারের আশ্রয়ে হৃষ্টপুষ্ট এই সন্ত্রাসীর তথ্য জানতে এরই মধ্যে অফিশিয়ালি পুরস্কার ঘোষণা করে সিএমপি।

চট্টগ্রাম মহানগরী ও জেলা পুলিশ এবং র‌্যাবের বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, ১৫টিরও অধিক মামলার আসামি ছোট সাজ্জাদ। বিভিন্ন সময়ে পুলিশের হাতে ধরা পড়ে জেল খেটেছেন ১০ বার। সর্বশেষ গত বছরের ১৭ জুলাই অস্ত্রসহ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের চান্দগাঁও থানার পুলিশের হাতে গ্রেপ্তার হন তিনি।

কয়েক দিনের মধ্যে জামিনে বের হয়ে এসে গত ২৯ আগস্ট নগরীর অক্সিজেন কুয়াইশ সড়কে আনিস ও মাসুদ নামে দুই যুবককে রাতের অন্ধকারে গুলি করে হত্যা করেন তিনি। ডাবল মার্ডারের রেশ কাটতে না কাটতেই এজাহারভুক্ত সেই আসামি ছোট সাজ্জাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে প্রকাশ্য দিবালোকে আফতাব উদ্দিন তাহসিন নামে এক যুবককে গুলি করে হত্যা করেন।

সিএমপি সূত্রে জানা গেছে, নগরের বায়েজিদ থানার অক্সিজেন, অনন্যা, শীতলঝর্ণা, কালারপুল, বায়েজিদ থানার সীমান্তবর্তী এলাকা হাটহাজারীর কুয়াইশ, নগরের চান্দগাঁও হাজীরপুল ও পাঁচলাইশ এলাকায় নির্মাণাধীন ভবনে ইট-বালু ও পাথর সাপ্লাইয়ের গ্রুপিংয়ে প্রায়ই দ্বন্দ্বে জড়ান সাজ্জাদ। নিজের আধিপত্য টিকিয়ে রাখতে বারবার এসব হত্যা করা হয়।

পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদ পেতে পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই