চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা এলাকায় গোলাগুলিতে দুজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও দুজন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
গতকাল (২৯ মার্চ) রাত আড়াইটার দিকে থানার এক্সেস রোড এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, চট্টগ্রামের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ধরিয়ে দেয়ার জন্য এ প্রতিশোধ নেয়া হয়েছে।
মধ্যরাতে সন্ত্রাসীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, আহত বেশ কয়েকজন র্যাবের সার্বক্ষণিক মনিটরিং, প্রস্তুত বোম্ব ডিসপোজাল–ডগ স্কোয়াড।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ–পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক গণমাধ্যমকে বলেন, বাকলিয়া থানা এলাকা থেকে চারজনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে দুজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। আহত দুজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদকে গ্রেফতারের পর তার স্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে সাজ্জাদকে গ্রেফতারের ঘটনায় জড়িতদের ছাড় দিবোনা বলে প্রকাশ করা একটি ভিডিও ভাইরাল হয়।
পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদ পেতে পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন।
Leave a Reply