চট্টগ্রাম: চট্টগ্রাম পাহাড়তলী থানা পুলিশের পরিচালিত বিশেষ অভিযানে গনঅভ্যুত্থানে থানা হতে লুটকৃত এক টি বিদেশী রিভলবার ও ৬ রাউন্ড বুলেট ও দেশীয় অস্ত্র উদ্ধারসহ ০২ জন অস্ত্রধারী ডাকাত গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন (সিএমপি) পাহাড়তলী থানা পুলিশ।
আজ (১ মার্চ) শনিবার চট্টগ্রাম মেট্রোপলিটন (সিএমপি) পুলিশের ফেসবুক পেজে এই তথ্য নিশ্চিত করেন।
পাহাড়তলী থানার এসআই(নি:)/হাসান, এসআই/ শহুদুল আলাম পারভেজ, এএসআই(নিঃ)/বেলাল ও ফোর্স সহ ০১/০৩/২০২৫ খ্রিঃ তারিখ রাত ০২.৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে পাহাড়তলী থানাধীন রানী রাস মনিঘাট গোলচত্তর এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতি গ্রহনকালে অস্ত্র সহ গ্রেফতার করেছে চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানা পুলিশ।
আসামী ১। মোঃ মাঈনুর ইসলাম মামুন প্রঃ রনি (২০), ২। মোঃ জামাল (২৬) দ্বয়কে গ্রেপ্তার করেন এবং তাদের হেফাজত হতে ৫ আগস্ট পাহাড়তলী থানা হতে লুটকৃত ০১(এক) টি বিদেশী রিভলবার, ০৬ রাউন্ড বুলেটসহ ০১ টি টিপ ছোরা, ০১ টি ফ্যাং ছোরা, ০১ টি লোহার রড়, ০১ টি পুরাতন গামছা উদ্ধার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপরাপর আসামীরা কৌশলে পালিয়ে যায়।
উক্ত আসামীরা অজ্ঞাতনামা সহযোগী আসামীসহ পাহাড়তলী থানা এলাকায় বিভিন্ন পয়েন্টে যাত্রী ও পথচারীদেরকে ছোরার ভয়ভীতি দেখিয়ে মূলবান জিনিসপত্র টাকা পয়সা লুট করে আসছিল। ধৃত আসামীরা পেশাদার ছিনতাইকারী ও ডাকাত এবং ছিনতাইকারী ও ডাকাতদলের সক্রিয় সদস্য।
উক্ত আসামীদের বিরুদ্ধে পাহাড়তলী থানার মামলা নং-০১ তারিখ-০১/০৩/২০২৫ খ্রিঃ ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড় এবং পাহাড়তলী থানার মামলা নং-০২ তারিখ-০১/০৩/২০২৫ খ্রিঃ ধারা- অস্ত্র আইন ১৮৭৮ এর 19A/19(f) রুজু করা হয়।
পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদ পেতে পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন।
Leave a Reply