চট্টগ্রাম: গত ২৪ ঘন্টায় সিএমপি’র বিভিন্ন থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রুজুকৃত মামলাসহ সন্ত্রাসবিরোধী আইনে মোট ৪০ (চল্লিশ) জন আসামী গ্রেফতার।
আজ (৬ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম মেট্রোপলিটন (সিএমপি) পুলিশে ফেসবুক পেজে গ্রেফতারকৃতদের এই তথ্য প্রকাশ করেছেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন (সিএমপি) পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় সিএমপি’র বিভিন্ন থানা পুলিশের বিশেষ অভিযানে সদরঘাট থানার আসামী ১৪ নং ভাটিখাইন ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি ১। হাজী জাফর আহাম্মদ (৬২), ২। মোঃ আমজাদ হোসেন শিপন (৪০),ডবলমুরিং মডেল থানার আসামী ৩। মাহাফুজুর রহমান ফরহাদ (৩৫), ৪। সৈয়দ মাহমুদুল হাসান (৩৮), আকবরশাহ থানার আসামী ৫। মোঃ আবদুর রহমান সবুজ(৩৬), ৬। মোঃ শফিউল আলম সবুজ(৫৫), বায়েজিদ বোস্তামী থানার আসামী ৭। মোঃ সেলিম (৪৮), পাঁচলাইশ থানার আসামী চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ৮। মোঃ আব্দুর রহিম (৪৯)।
পাহাড়তলী থানার আসামী বন্দর থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ৯। মোঃ আরিফ (৩১), কর্ণফুলী থানার আসামী চরপাথরঘাটা ইউপি আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ১০। মোঃ শফি আলম(৪০), ০১নং ওয়ার্ড বড় উঠান ইউপি আওয়ামীলীগের সহ-সভাপতি ১১। আব্দুল শুক্কুর(৫৮), চান্দগাঁও থানার আসামী ১২। ইমতিয়াজ হোসেন @ ইসিত @ ইফতি (২৮), ১৩। আসিফুর রহমান ফাহিম (২৭), ১৪। মোঃ শহিদুল ইসলাম (৩০), ১৫। মোঃ নাসির উদ্দিন (৪৫),
কোতোয়ালী থানার আসামী ১৬। মোঃ জাহেদ (২৫), ১৭। ফরমান আহমদ (৩৭), ১৮। নিজাম উদ্দিন রুবেল (৪০), রাউজান উপজেলা আওয়ামীলীগের সভাপতি ১৯। মোঃ ফরহাদুল ইসলাম (৪৫), ২০। মোঃ কাশমে (৩৪), ২১।মোঃ আরফি উল্লাহ প্রঃ ইফতু (২৫), ২২। মোঃ নাছির আহমদে (৪০), ২৩। আনোয়ার হোসেন (৫০), ২৪। মোঃ জাহেদ @ জাহিদ (৩০), বাকলিয়া থানার আসামী ২৫। মোঃ ইমরান হোসেন সাইমন (২০), ২৬। আলমগীর (৪৫), ২৭। মোঃ ইকবাল হোসেন (৪২), ২৮। শরিফুল ইসলাম হৃদয় (২৪), বন্দর থানার আসামী ৩৮নং ওয়ার্ড আওয়ামীলীগের খ-ইউনিটের সাধারণ সম্পাদক ২৯। মোঃ ফারুক(৪৫)।
চকবাজার থানার আসামী ৩০। মোঃ ফারহান রেজা (২২), ইপিজেড থানার আসামী ৩১। মোঃ এমরান (২৫), ৩২। মোঃ নাসির উদ্দিন (৪৫), ৩৩। মোঃ সাহাব উদ্দিন (৩৬), পতেঙ্গা মডেল থানার আসামী পতেঙ্গা থানাধীন ৪১ নং ওয়ার্ড আওয়ামীলীগ এর সহ-সভাপতি ৩৪। মোঃ নুরুল আলম প্রকাশ টেন্ডল (৬২), ৩৫। মোঃ জসিম উদ্দিন (৩৮), খুলশী থানার আসামী ৩৬। সাহিদুল ইসলাম মিনহাজ¦ (১৯), ৩৭। রাশেদুল আজাদ ফাইম (১৮), হালিশহর থানার আসামী ৩৮। করিমুল হক(৪৮), ৩৯। আদনান মাহাফুজ প্র: সজীব(৪২) ও ৪০। রেজাউল করিম প্র: ইমরান(৫৩)সহ সর্বমোট ৪০ (চল্লিশ) জনকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য যে, উপরোক্ত আসামীদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হামলা সহ বিশেষ ক্ষমতা আইনে ও সন্ত্রাসী বিরোধী আইনে এক বা একাধিক মামলা রয়েছে।
পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদ পেতে পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন।
Leave a Reply