চট্রগ্রাম ব্যুরো: চট্টগ্রামের আকবরশাহ এলাকায় পাহাড় কাটার সময় মাটি ধসের ঘটনায় খোকা (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
আজ (৭ এপ্রিল) শুক্রবার বিকেল পৌনে ৬টার দিকে আকবরশাহ মাজারের পাশে বেলতলি ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আব্দুল মালেক জানান, ঘটনাস্থলে ১২ জন শ্রমিক কাজ করছিলেন। সকালে অসুস্থতা অনুভব করায় দুজন বাসায় চলে যান। বাকি ১০ জন কাজ চালিয়ে যাচ্ছিলেন। বিকেলে অসাবধানতাবশত পাহাড়ধসে তাদের পাঁচজন আংশিক চাপা পড়েন। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা মিলে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠালে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।
রাত পৌনে ৮টার দিকে উদ্ধার অভিযান সম্পন্ন করা হয়েছে। তবে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি টিম স্ট্যান্ডবাই থাকবে। পরবর্তীতে যেকোনো প্রয়োজনে তারা কাজ করবে।
সন্ধ্যা ৭টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী ও জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।
Leave a Reply