1. admin@muktoakash24.com : shorif : shorif haider
চট্টগ্রামে পুলিশের অভিযানে আগ্নেয় অস্ত্র, মাদক, গোলাবারুদ সহ ১০ সন্ত্রাসী গ্রেফতার - মুক্ত আকাশ
রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
চট্টগ্রাম ৮ আসনের বিএনপির প্রার্থীর গণসংযোগে গুলি, নিহত ১, গুলিবিদ্ধ ৩ বাংলাদেশে বৃহৎ নির্বাচন পর্যবেক্ষক দল পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন তত্ত্বাবধায়ক সরকার পূর্ন বহাল আপিলের ৫ম দিনের শুনানি চলছে বাংলাদেশের ক্রিকেটার আ,লীগে যোগ দিয়ে নিজের ক্যারিয়ারের কবর দিলেন! ফ্যাসিস্ট সরকারের দোসর মিডিয়া গুলো বিএনপি ও দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা তথ্য ও অপপ্রচার চালাচ্ছে: মারফ নোয়াখালীর সোনাইমুড়ীতে ঘুমন্ত মাদ্রাসার ছাত্রকে জবাই করে হত্যা করলো সহপাঠী গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত আরও ৬ জনের মৃত্যু গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরও ৪ জনের মৃত্য, নতুন শনাক্ত ৮০৩ চট্টগ্রামে ভিক্ষা করে বেকার স্বামী সন্তানের ভরনপোষণ চালানো স্ত্রীকে হত্যা করলো স্বামী! ১৫ সেনাকর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

চট্টগ্রামে পুলিশের অভিযানে আগ্নেয় অস্ত্র, মাদক, গোলাবারুদ সহ ১০ সন্ত্রাসী গ্রেফতার

  • Update Time : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ১২৮ Time View

চট্টগ্রাম: সিএমপি’র চান্দগাঁও থানা পুলিশ কর্তৃক সন্ত্রাসীর আস্তানায় অভিযানে পরিচালনা করে দেশীয় অস্ত্র, গোলাবারুদ, মাদক, টর্চার এর জিনিসপত্র, সিসি ক্যামেরা ও সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার এবং সন্ত্রাসী দলের ১০ সদস্যকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।

গতকাল (২১ জুলাই) সোমবার নগরীর চান্দগাঁও থানা এসব তালিকাভুক্ত সন্ত্রাসীদের আটকের বিষয়টি সিএমপির ফেসবুক পেজেের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন।

নগরীর চাঁদগাঁও থানাধীন ফরিদার পাড়া এলাকায় সিএমপির তালিকাভুক্ত কুখ্যাত অস্ত্রধারী সন্ত্রাসী শহিদুল ইসলাম প্রঃ বুইস্যা তার সহযোগীদের নিয়ে এলাকায় আধিপত্য বিস্তারের লক্ষ্যে শো-ডাউন দিয়ে প্রকাশ্যে শটগান ও পিস্তল দিয়ে ত্রাস সৃষ্টির সংবাদ পেয়ে চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ জনাব আফতাব উদ্দিন এর নেতৃত্বে র‍্যাব-৭ এর সদস্যদের নিয়ে চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট কাঁচা বাজার এলাকায় সন্ত্রাসীদের আস্তানা ও গোপন টর্চারস সেলে অভিযান পরিচালনা করে অস্ত্রধারী ১০ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে চাঁদগাঁও থানা পুলিশ।

আটককৃতরা হলেন, ১) মোঃ বোরহান উদ্দিন (৩০) পিতা-মোঃ আবুল হোসেন, মাতা-রহিমা বেগম, সাং-বিষনদী, খান বাড়ী, থানা-চাঁদপুর সদর, তেলা-চাঁদপুর,বর্তমানে-বাদুরতলা, মাজার গেইট, থানা-পাঁচলাইশ, জেলা-চট্টগ্রাম,

২) শাস্ত্র মজুমদার (২০), পিতা-ধনা মজুমদার, মাতা-রুজি মজুমদার, সাং-চৈতন্য মহাজন বাড়ী, চাপুরা, থানা-পটিয়, জেলা-চট্টগ্রাম, বর্তমানে-বড় গ্যারেজ, থানা-পাঁচলাইশ, জেলা-চট্টগ্রাম, ০৩। মোঃ আল আমিন (২৫), পিতা-মোঃ সিদ্দিক, মাতা-মোহাঃ আকলিমা আক্তার, সাং-ডানে আটারকগুড়া, ২৭ নং অটারক ছড়া ইউপি, পোঃ-মাইনিসুখ, থানা লংগদু, জেলা-রাঙ্গামাটি,৪) মোঃ মারুফ (১৮), পিতা-নুরুল আলম, মাতা-শামসুন্নাহার, সাং-হামিদের বাড়ী, বলিরহাট, কোদালকাটা, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম, ৫) মোঃ মিজানুর রহমান (৩২), পিতা-মোঃ জলকদর ফকির, মাতা-মোছাঃ মনোয়ারা বেগম, সাং-এখলাসের বাড়ী, হলদিয়া পালং মধ্যম, ইউপি হলদিয়া পালং, থান-উখিয়া, জেলা কক্সবাজার, বর্তমানে-যুলতল, গুমদন্ডী, হযরত পেতন আন্ড মাজার গেইট, থানা-বোয়ালখালী, জেলা-চট্টগ্রাম, ৬) মোঃ রোকন উদ্দিন (২৯), পিতা-মৃত হারুনুর রশিদ, মাতা-মৃত বিবি হাজেরা বেগম, সাং- চান্দ মিয়া বাড়ী, পুরাতন চান্দগাঁও, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম, ৭) মোঃ অন্তর (২২), পিতা-ওয়ালেস মিয়া, মাতা-বড়না বেগম, সাং-মির্জাবাড়ী, ভালশহর, ওয়ার্ড নং-৩, তালশহর ইউপি, থানা-ব্রাহ্মণবাড়িয়া সদর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া, বর্তমানে-জামাল কলোনী, হাজী আলমগীরের ভাড়াটিয়া, মুরাদপুর, থানা-পাঁচলাইশ, জেলা-চট্টগ্রাম, ৮) খড় পাল (২১), পিতা-রতন পাল, মাতা-শিল্পি পাল, সাং-পালপাড়া, ওয়ার্ড নং-৪, অধুননগর ইউপি, থানা-লোহাগাড়া, জেলা- চট্টগ্রাম, বর্তমানে মৌলভী পুকুরপাড়া, রিয়াজউদ্দিন, ভিলা, ৬ষ্ট তলা, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম, ৯) মোঃ রাহাত (১৮), পিতা-মৃত মফিজ খান, মাতা-জোৎস্না বেগম, সাং-ভাসানচর, থানা-শশীভূষণ, তেলা-ভোলা, অন্যান্য-মুরাদপুর (ভাসমান), থানা-পাঁচলাইশ, জেলা-চট্টগ্রাম, ১০) মোঃ ফরহাদ (২৪), পিতা-আবুল হাসেম, মাতা-হাজেরা বেগম, সাং-কাজিম মাঝির বাড়ী, উত্তর মোহরা, খানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম, বর্তমানে-বহদ্দারহাট কাঁচাবাজার, নুরেমদিনা দোকান, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রামদেরকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।

আসামীদেরকে আটক করার সমস তাদের থেকে গোলাবারুদ, ধারালো অস্ত্র, মাদক, আগ্নেয় অস্ত্র, বুলেট উদ্ধার করা হয়।

চাঁদাগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব  জানায়, গ্রেফতারকৃত আসামীরা চান্দগাঁও থানা এলাকা সহ চট্টগ্রাম মহানগর বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই, মাদক ব্যবসা, এলাকায় ত্রাস সৃষ্টি ও আধিপত্য বিস্তার করে জনমনে আতংক সহ নিজের সন্ত্রাসী রাজত্ব কায়েম করে আসতেছে। আসামীদের বিরুদ্ধে মারামারি, চুরি, ছিনতাই, মাদক ও অস্ত্র আইনে চান্দগাঁও থানা সহ সিএমপির বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদ পেতে পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই