শরীফ হায়দার শিবলু: চট্টগ্রামে স্বাধীনতা দিবস উপলক্ষে মহানগর মুক্তিযোদ্ধা দলের এক সংবর্ধনা ও সমাবেশ নগরীর নসিমন ভবন দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়।
আজ (২২ মার্চ) বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর বিএনপির দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ- আল নোমান।
বিকাল তিনটার সময় সংবর্ধনা সভাটি অনুষ্ঠিত হওয়ার আগেই নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল সহকারে সমাবেশ স্থলে আসতে থাকে নেতাকর্মীরা।
বৃষ্টি মধ্যে অনুষ্ঠিত সমাবেশে মিছিল সহকারে অংশগ্রহণ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল নোমান অসুস্থ শরীর ও ভাঙা পা নিয়ে ক্রাচের উপর ভর করে যোগ দেন ছাত্রদলের এই নেতা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের এই সাংগঠনিক সম্পাদককে এই প্রতিবেদককের পক্ষ থেকে অসুস্থ শরীর নিয়ে সমাবেশে যোগ দেওয়া নিয়ে প্রশ্ন করা হলে তিনি এই প্রতিবেদককে বলেন, বর্তমান ফ্যাসিবাদের হাত থেকে দেশে গনতন্ত্র পুর্ন প্রতিষ্ঠা ও দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি না হওয়া পর্যন্ত আগামীদিনের রাষ্ট্র নায়ক তারেক রহমানের নির্দেশে অবৈধ সরকারের পতন না হওয়া পর্যন্ত রাজপথে থেকে চলমান আন্দোলনের মাধ্যমে পতন ঘটিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা ঘরে ফিরবে।
Leave a Reply