চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে রাজনৈতিক মামলায় গ্রেফতার থাকা অবস্থায় চট্টগ্রাম মহানগর যুবদলের সহ-ক্রীড়া সম্পাদক শাহজাহান এর মৃত্যু হয়েছে।
( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
গতকাল (২৯ মার্চ) মঙ্গলবার রাত সাড়ে নয়টার পর কারা কতৃপক্ষ নিহত শাহাজাহানের পরিবারকে মৃত্যুর সংবাটি জানায়। নিহত শাহাজাহান পুলিশের দায়ের করা একটি রাজনৈতিক নাশকতা মামলায় কারাগারে আটক ছিলেন।
যুবদল নেতা শাহজাহানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক এস,কে,খোদা তোতন। তিনি এই প্রতিবেদককে বলেন, সরকারের দেওয়া রাজনৈতিক অসংখ্য মিথ্যা মামলায় ও পুলিশী হেফাজতে নির্যাতনের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর পর অসুস্থ হয়ে সারাদেশের কারাগার গুলোতে গত ১৫,বছর বিএনপির কয়েকশত নেতাকর্মী মৃত্যু বরণ করেছেন। তিনি ব্যাক্তিগত ও বিএনপির পক্ষ থেকে থেকে বলেন, মরহুমের বিদায়ী আত্মার মাগফেরাত কামনা করছি এবং আল্লাহ যেন মরহুমের পরিবারকে এই শোক সইবার তৌফিক দান করেন।
তিনি সংশ্লিষ্ট কারা কতৃপক্ষের উদ্দেশ্য বলেন, রাজনৈতিক মামলায় আটক নেতাকর্মীদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর পর অসুস্থ নেতাকর্মীদের যেন দ্রুত চিকিৎসার ব্যবস্থা করেন, না হলে শাহাজাহানের মত আরও রাজনৈতিক নেতাকর্মীরা কারাগারে মৃত্যুর কোলে ঢলে পড়বে!
চট্টগ্রাম মহানগর যুবদলের দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম বলেন, নিহত শাহাজাহান মহানগর যুবদলের নেতা ছিলেন তিনি কারাগারে আটক থাকা অবস্থায় গতকাল (২৯ মার্চ) মঙ্গলবার সন্ধ্যার পর অসুস্থ হয়ে পড়লে কারা কতৃপক্ষ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাহাজানকে মৃত ঘোষণার পর কারা কতৃপক্ষ শাহাজাহানের মৃত্যুর সংবাদ পরিবারকে জানায়।
Leave a Reply