চট্টগ্রাম: ১০ জানুয়ারি ২০২৫, শুক্রবার চট্টগ্রাম ইপিজেড চত্বরে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি চট্টগ্রাম ইপিজেড থানা শাখার ১ম কাউন্সিল অনুষ্ঠিত হয়।
ইপিজেড শাখার আহ্বায়ক মো: সোহাগ এর সভাপতিত্বে এবং যুগ্ম-সাধারণ সম্পাদক রহিমা আক্তার এর সঞ্চালনায় কাউন্সিল অধিবেশন ও বিকাল ৪টায় চট্টগ্রাম ইপিজেড চত্বর এর সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেনগ ণসংহতি আন্দোলন চট্টগ্রাম জেলার সমন্বয়ক হাসান মারুফ রুমী, সংগঠন এর কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক প্রবীর সাহা, চট্টগ্রাম জেলা শাখার সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শাহাদাৎ হোসেন মানিক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম এর সমন্বয়ক আব্দুল কাদের ইমন, ইপিজেড শাখার সদস্য মো: জুয়েলসহ স্থানীয় নেতৃতৃন্দ। কাউন্সিল অধিবেশনে গত কমিটির সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপন এবং বাংলাদেশের পোশাক শ্রমিক আন্দোলন পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।
প্রতিনিধিদের মতামতের ভিত্তিতে মো: সোহাগকে
সভা-প্রধান ও মো: রাজুকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট চট্টগ্রাম ইপিজেড শাখার কমিটি গঠন করা হয়। সমাবেশে বক্তারা বলেন, ২০২৪ গণঅভ্যুত্থানে
বাংলাদেশের আপামর জনগণ ফ্যাস্স্টি হাসিনার বিরোধে আন্দোলন করে সরকার পতন করেন। এই আন্দোলনে পোশাক শ্রমিকসহ শতশত শহীদ ছাত্র-জনতা তাঁদের জীবন দিয়েছেন একটি বৈষম্যহীনরাষ্ট্র প্রতিষ্ঠার জন্য। শ্রমিকদের আন্দোলন এর মাধ্যমে বর্তমান সরকার এর সাথে পোশাকখাতে গণতান্ত্রিক শ্রম আইন গঠন, ছাঁটাই নির্যাতন বন্ধ, মর্যাদাপূর্ণ মজুরি ও প্রকৃত ট্রেড ইউনিয়ন গঠনসহ ১৮ দফা চুক্তি হয়েছে।
সরকারকে এই ১৮ দফা পূর্ণ বাস্তবায়নসহ ইপিজেড অঞ্চলে শ্রমিকদের চিকিৎসা সেবারজন্য সরকারি হাসপাতাল নির্মান
করার আহ্বান জানান। সমাবেশের মাধ্যমে কমিটি পরিচিতি করা হয়। কমিটি পরিচিতি- সভা-প্রধান- মো: সোহাগ, সহসভা-প্রধান- মো: কামাল, মো: জুয়েল, সাধারণ সম্পাদক- মো: রাজু, সহসাধারণ সম্পাদক- জয়নব বিবি, মো: হাসান, সাংগঠনিক সম্পাদক- রহিমা আক্তার, অর্থ সম্পাদক- মো: নবীর উদ্দীন, প্রচার ও প্রকাশনা সম্পাদকÑ মো: আব্দুর রাজ্জাক, নারী বিষয়ক সম্পাদক-ফ্লাসিনু মারমা, দপ্তর সম্পাদক- পারভীন আক্তার, সদস্য- মো: রুবেল, মো: ফারুক,
মো: আলামিন, মো: সবুজ, মো: আনিস, লাকী বেগম, মো: মামুন, মো: আলীজাহান, আয়েশা বেগম।
পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদ পেতে পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন।
Leave a Reply