ডেস্ক রিপোর্ট: চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যেই নির্বাচন করার স্পষ্ট ইঙ্গিত দিয়েছে বর্তমান সরকারের নীতিনির্ধারকদের কয়েকজন কর্মকর্তা। অবশেষে আগামী জাতীয় নির্বাচন ইস্যু নিয়ে বর্তমান সরকারের সাথে রাজনৈতিক দল গুলোর টানাপোড়েনের অবসান ঘটলো।
গতকাল (১০ ফেব্রুয়ারি) সোমবার রাতে অন্তবর্তী সরকারের উচ্চপর্যায়ের একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
সূত্রটি জানায়, সরকার রাজনৈতিক স্থিতিশীলতা’ বজায় রাখা ও সমঝোতাকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে, বর্তমান সরকারকে বেকায়দায় ফেলতে পতিত ফ্যাসিস্ট সরকার দেশকে অস্থিতিশীল করে তুলতে একের পর এক চক্রান্তে লিপ্ত রয়েছে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ১৫ ফেব্রুয়ারি রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
জাতীয় ঐকমত্য গড়ে তোলা এবং সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন প্রক্রিয়া নিশ্চিত করাই এ বৈঠকের লক্ষ্য।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সোমবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে দ্রুততম সময়ে নির্বাচন অনুষ্ঠানের আশা প্রকাশ করেছে।
পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদ পেতে পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন।
Leave a Reply