ডেস্ক রিপোর্ট: রাজধানীর রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় কারাগার থেকে মুক্তি পেয়েছেন প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামস। সোমবার সন্ধ্যায় ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বের হন তিনি। এর আগে দুপুরে ওই মামলায় জামিন পান শামসুজ্জামান।
কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার সুভাষ কুমার ঘোষ দৈনিক বাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সন্ধ্যা ৬টা ২২ মিনিটে শামস কারাগার থেকে বের হয়েছেন। এর আগে তার জামিনের নথি কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পৌঁছে। অফিসিয়াল কার্যক্রম শেষে তাকে কারাগার থেকে মুক্ত করে দেয়া হয়।
আজ (৩ এপ্রিল) সোমবার সকালে ডিজিটাল নিরাপত্তা আইনে রাজধানীর রমনা মডেল থানার মামলায় সাংবাদিক শামসুজ্জামান শামসের জামিন মঞ্জুর করেন আদালত। পুলিশ প্রতিবেদন না দেয়া পর্যন্ত ২০ হাজার টাকা মুচলেকায় তাকে জামিন দেয়া হয়। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালত মামলার শুনানি শেষে এ আদেশ দেন।
আসামিপক্ষের আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার দৈনিক বাংলাকে জানান, সাংবাদিক শামসুজ্জামানের জামিন চেয়ে সোমবার আদালতে আবেদন করা হয়। দুপুরে শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন। এ মামলায় পুলিশ প্রতিবেদন না দেয়া পর্যন্ত শামসুজ্জামানকে জামিন দেয়া হয়েছে।
স্বাধীনতা দিবসের দিন প্রথম আলোয় প্রকাশিত এক সংবাদ প্রতিবেদনের জেরে গত বুধবার ভোররাতে সিআইডি পরিচয়ে ওই প্রতিবেদনের প্রতিবেদক শামসুজ্জামান শামসকে তার সাভারের বাসা থেকে তুলে নেয়া হয়। পরে ওই প্রতিবেদনে ‘মিথ্যা ও জাতির জন্য মানহানিকর’ তথ্য-উপাত্ত প্রকাশ ও প্রচারের অভিযোগে সেই রাতেই ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা হয় শামসের বিরুদ্ধে। পরে আরেকটি মামলা হয়, সেই মামলায় শাসসের সঙ্গে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানকেও আসামি করা হয়।
Leave a Reply