ডেস্ক রিপোর্টঃ টাঙ্গাইলের ঘাটাইলে মাইক্রোবাস ও মোটরসাইকেলের সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের ঘাটাইল উপজেলার জামুরিয়া ইউনিয়নের হরিপুর নামকস্থানে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।
গতকাল মঙ্গলবার রাত আনুমানিক ১০টার দিকে তারা মোটরসাইকেল নিয়ে নিজ কর্মস্থলে ফিরছিল। তাদের মোটরসাইকেলটি টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের ঘাটাইল উপজেলার হরিপুরে পৌঁছায়।
এসময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের তিন আরোহী ঘটনাস্থলেই মারা যায়। নিহতরা হলেন- উপজেলার লাউয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে সোনা মিয়া (২২), অষ্টোচল্লিশা গ্রামের আলমগীর হোসেন (২৫) ও শামীম হোসেন (২৬)।
বিষয়ট নিশ্চিত করে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম সরকার বলেন, মোটরসাইকেলটির গতি ছিল বেপরোয়া। মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তারা মারা যান। মাইক্রোবাসটি আটক করা সম্ভব হয়নি। নিহতদের মরদেহ উদ্ধার করে ঘাটাইল থানায় আনা হয়েছে।
Leave a Reply