বাংলাদেশ আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনকে কেন্দ্র করে উৎসবমুখর অবস্থা বিরাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা। আজ (২৪ ডিসেম্বর) শনিবার সকাল থেকে এ এলাকায় নেতাকর্মীদের সরব উপস্থিতি লক্ষ্য করা যায়। দল বেঁধে সম্মেলনস্থলে প্রবেশ করছেন তারা।
শুধু টিএসসি নয় পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। বিভিন্ন সাজে অনেকে হাজির হয়েছেন সম্মেলনস্থলে। ডিএমপির নির্দেশনা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাকে পার্কিং এরিয়া হিসেবে নেয়ায় ভোর থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের নিয়ে আসে বিভিন্ন যানবাহন। সম্মেলন শুরু হতে দেরি হওয়ায় তাদের অনেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ঘুরে দেখেন।
এদিকে সম্মেলনে আসা নেতাকর্মীদের মধ্যে নতুন কমিটি নিয়ে বেশ কৌতূহল বিরাজ করছে। সভাপতি হিসেবে শেখ হাসিনা নিশ্চিত হলেও সাধারণ সম্পাদক কে হচ্ছেন তা নিয়ে চলছে বেশ আগ্রহ দেখা গেছে তাদের মধ্যে।
রংপুর থেকে আসা কাউন্সিলর রফিকুল ইসলাম মানবজমিনকে বলেন, আগামী নির্বাচন নিকটবর্তী হওয়ায় এবারের সম্মেলন অনেক গুরুত্বপূর্ণ। দলে সভাপতি হিসেবে প্রধানমন্ত্রী আছেন ততদিন তাকে নিয়ে কারো আপত্তি নেই। দলের সাধারণ সম্পাদক হিসেবে নেত্রী কার ওপর আস্থা রাখে সেটিই দেখার বিষয়।
Leave a Reply