ডেস্ক রিপোর্ট: ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার হচ্ছে জানিয়ে বিভিন্ন মহল আইনটি বাতিলের দাবি করলেও তা উড়িয়ে দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেছেন, এই আইনকে কোনো মতেই বাতিল করা সম্ভব না।
আইজিপি, ডিএমএমপি কমিশনারসহ পুলিশের একটি প্রতিনিধি দল রোববার সচিবালয়ে আইনমন্ত্রীর সঙ্গে দেখা করেন। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী।
ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি উঠেছে, আইনটি বাতিল করা হবে কিনা, এ প্রশ্নে আইনমন্ত্রী বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইন সাইবার ক্রাইম প্রতিরোধ করার জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি আইন। এই আইনকে কোনো মতেই বাতিল করা যায় না।’
ডিজিটাল নিরাপত্তা আইনের এক মামলায় প্রথম আলোর একজন সাংবাদিক জেলে আছেন, এ নিয়ে এক প্রশ্নে আনিসুল হক বলেন, ‘আপনারা খুব ভালো করেন জানেন আমি বিচারাধীন বিষয় নিয়ে কারো সঙ্গেই আলোচনা করি না। এটা আদালতের ব্যাপার, আদালত যে পদক্ষেপ নেবেন সেটিই মানতে হবে।
ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার হচ্ছে জানানোর পর আইনমন্ত্রী বলেন, সেটা তো আমরা দেখছিই।
পুলিশের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা প্রসঙ্গে আনিসুল হক বলেন, ‘আমরা মামলা-মোকদ্দমা নিয়ে এগুলো যাতে আদালতে দ্রুত নিষ্পত্তি হয় এসব জটিলতা যেগুলো থাকে সেগুলো নিয়ে আলাপ-আলোচনা করি। মামলার জট কমানোর জন্য আলাপ আলোচনা করি। সেই আলোচনার জন্য উনি (পুলিশ প্রধান) এসেছিলেন।
এর আগে সকালে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত এক অনুষ্ঠান শেষে আইনমন্ত্রী বলেন, প্রয়োজন হলে আইনের বিধি সংযুক্ত বা পরিবর্তনের উদ্যোগ নেয়া হবে। তবে ডিজিটাল নিরাপত্তা আইনের প্রয়োজনীয়তা আছে। দেশের কোনো গণমাধ্যম বা সাংবাদিকের বিরুদ্ধ সরকার মামলা করেনি। মামলা হয়েছে অন্যায়ের বিরুদ্ধে, অপরাধের বিরুদ্ধে।
Leave a Reply