বুধবার, ১৯ মার্চ ২০২৫, ১২:৫৬ অপরাহ্ন
ঢাকায় পৌঁছেছেন বাইডেনের প্রতিরক্ষা উপদেষ্টা ডোনাল্ড লু
-
Update Time :
শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩
-
২৯
Time View
দু’দিনের সফরে বাংলাদেশে পৌঁছেছেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ও বাইডেনের প্রতিরক্ষা উপদেষ্টা ডোনাল্ড লু।
আজ (১৪ ডিসেম্বর) শনিবার সন্ধ্যা ৭টার দিকে বাংলাদেশ বিমানের রেগুলার ফ্লাইটে নয়াদিল্লি থেকে ঢাকা পৌঁছান তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমেরিকাস অনুবিভাগের মহাপরিচালক নাঈম উদ্দিন আহমেদ বিমানবন্দরে মার্কিন অতিথিকে উষ্ণ অভ্যর্থনা জানান। অতিথি বরণের সেই ছবি টুইট করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। ‘ওয়েলকাম টু বাংলাদেশ’ শিরোনামে প্রচারিত সেই টুইট বার্তায় বলা হয়, স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি (মার্কিন সিস্টেমে পররাষ্ট্রমন্ত্রীকে ‘সেক্রেটারি’ বলা হয়) ডোনাল্ড লু এখন ঢাকায়। এই সফরে, দ্বিপক্ষীয় সম্পর্ককে শক্তিশালী করতে তিনি বাংলাদেশ সরকারের সিনিয়র অফিসিয়ালদের সঙ্গে সাক্ষাৎ করবেন। মার্কিন দূতাবাসের টুইট বার্তায় ‘ইউএসবিডিপার্টনারশিপ’কেও ট্যাগ করা হয়েছে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রভাবশালী এই মন্ত্রী সফরে বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সব দলের অংশগ্রহন ও মানবাধিকার সহ বাংলাদেশের সাথে সম্পর্ক আরও জোরদারে গুরুত্ব পাবে।
Please Share This Post in Your Social Media
More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Leave a Reply