চট্টগ্রাম ব্যুরো: ফটিকছড়িতে তরমুজ খাওয়ানোর লোভ দেখিয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় খাজা মিয়া (৬০) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার ( ৫ মার্চ) রাতে উপজেলার গোয়াছ ফকির এলাকা থেকে খাজা মিয়াকে গ্রেপ্তার করা হয়। আটক খাজা মিয়া স্থানীয় মৃত রজব আলীর পুত্র।
জানা যায়, ৬ বছর বয়সের শিশুটি গোয়াছ ফকির এলাকায় মায়ের সাথে বসবাস করত। আসামি খাজা মিয়া ভিকটিমদের পাশের বাসায় ভাড়া থাকত। এরমধ্যে গত ৪ঠা এপ্রিল দুপুর আনুমানিক ১২টার দিকে ভিকটিম তাদের বসতঘরের সামনে খেলা করছিল। এসময় খাজা মিয়া তরমুজ খাওয়ানোর কথা বলে ভিকটিমকে তার ঘরে ডেকে নিয়ে যায়। ভিকটিম ঘরে প্রবেশ করলে খাজা মিয়া ঘরের দরজা বন্ধ করে দেয় এবং শিশু ভিকটিমকে ধর্ষণ করে। পরবর্তীতে ভিকটিমের চিৎকার শুনে তার মা দৌঁড়ে ঘটনাস্থলে আসলে ধর্ষক খাজা মিয়া দরজা খুলে পালিয়ে যায়। ভিকটিমের মা আসার পর ভিকটিম কান্নাকাটি করতে করতে তার মাকে ধর্ষণের কথা খুলে বলে।
এই ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে ফটিকছড়ি থানায় একটি মামলা দায়ের করেন। পাশাপাশি র্যাবকেও অবহিত করেন। এরই ধারাবাহিকতায় র্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল গতকাল রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে গোয়াছ ফটির এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আসামি খাজা মিয়াকে গ্রেপ্তার করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদে সে বর্ণিত নাবালিকা ভিকটিমকে ধর্ষণের কথা অকপটে স্বীকার করে।
Leave a Reply