দক্ষিণ আফ্রিকাকে প্রথমবারের মতো তাদের মাটিতে হারিয়েছে বাংলাদেশ। এর আগে ৯ ওয়ানডেতে একটিতেও জয় পায়নি লাল সবুজের দল। আজ সিরিজের প্রথম ওয়ানডেতে ৩৮ রানে হারিয়ে ইতিহাস সৃষ্টি করেছে তামিম ইকবালের দল।
সাকিব-লিটন-ইয়াসিরের ফিফটিতে বাংলাদেশ ৭ উইকেটে ৩১৪ রান করে। যা প্রোটিয়াদের মাটিতে সর্বোচ্চ। এর আগে সর্বোচ্চ ছিল ২৭৮। রান তাড়া করতে নেমে ৪২ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে দক্ষিণ আফ্রিকা। এরপর টেম্বা বাভুমা-ভ্যান ডার ডুসেন ও ডুসেন-মিলার দুবার জুটি গড়ে খেলার হাল ধরেন। তাসকিন-শরিফুলের সঙ্গে মিরাজের ঘূর্ণিতে কিন্তু জয় পর্যন্ত নিয়ে যেতে পারেননি দলকে। সর্বোচ্চ ৮৬ রান করেন ডুসেন। ৭৯ রান আসে মিলারের ব্যাট থেকে।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন মিরাজ। এ ছাড়া ৩ উইকেট তাসকিন ও ২ উইকেট নেন শরিফুল।
বাংলাদেশ: ৩১৪/৭ (৫০ ওভার)
দক্ষিণ আফ্রিকা: ২৭৬/১০ (৪৮.৫ ওভার)।
Leave a Reply