ডেস্ক রিপোর্ট: দুবাইয়ে অনুষ্ঠিত ২৬তম দুবাই আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম হয়েছেন বাংলাদেশের হাফেজ সালেহ আহমাদ তাকরীম। দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
দুবাই আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার আয়োজক সংস্থার ফেসবুক পেজে দেয়া এক পোস্টে বলা হয়েছে, প্রতিযোগিতার ২৬তম আসরটি দ্বিতীয় রমজান থেকে শুরু হয়। ১৩ রমজান প্রতিযোগিতার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। এ প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে ৬০ জনের বেশি প্রতিযোগী অংশগ্রহণ করে। তাদের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে ইথিওপিয়ার আব্বাস হাদি ওমর ও সৌদি আরবের খালেদ আল বুরকানি।
দুবাইয়ের এক্সপো সিটির ওয়াসল প্লাজায় মঙ্গলবার প্রথম ১০ প্রতিযোগীর হাতে পুরস্কার তুলে দেন সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। এ সময় তিনি আয়োজক কমিটির সদস্যদেরও পুরস্কৃত করেন।
তাকরীম রাজধানীর মিরপুর-১ এলাকার মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী মাদ্রাসার কিতাব বিভাগের ছাত্র। সে টাঙ্গাইলের নাগরপুর থানার ভাদ্রা গ্রামের আব্দুর রহমানের ছেলে। দুবাইয়ে কোরআন প্রতিযোগিতায় তার প্রথম হওয়ার বিষয়টি জানিয়ে মঙ্গলবার গভীর রাতে মাদ্রাসার ফেসবুক পেজে একটি পোস্ট দেয়া হয়।
ওই পোস্টে বলা হয়েছে, তাদের কিতাব বিভাগের ছাত্র হাফেজ সালেহ আহমাদ তাকরীম দুবাইয়ে অনুষ্ঠিত সর্ববৃহৎ আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২৩-এ প্রথম স্থান অর্জন করেছে। সে গত ১২ জানুয়ারি ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক নির্বাচনী পরীক্ষায় বিচারকমণ্ডলীর রায়ে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি নির্বাচিত হয়। দুবাইয়ে প্রতিযোগিতার বিচারক প্যানেলে এবারই প্রথম বাংলাদেশের হয়ে অংশগ্রহণ করেন শায়েখ শোয়েব মুহাম্মদ আল আজহারী হাফিজাহুল্লাহ।
Leave a Reply