ডেস্ক রিপোর্ট: দেশে জরুরি অবস্থা জারির বিষয়টি সম্পূর্ণ গুজব বলে জানিয়েছেন স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি।
আজ (২৪ মার্চ) সোমবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
আজ অনেকেই বলছে, হয়ত অফ টপিক হতে পারে, পুলিশ বা আইন-শৃঙ্খলা বাহিনী সেই জায়গা থেকে বাংলাদেশকে নিরাপত্তা দিতে পারছে না।
ইমার্জেন্সির (জরুরি অবস্থা) কথাও কেউ কেউ বলছে, সেনাবাহিনী আসলে পুরোটা দেখবে, এই রকম কোনো সম্ভাবনা বা আলোচনা আছে কিনা-এক সাংবাদিকের এমন এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র সচিব বলেন, ‘এই সম্পর্কে আমার কোনো কমেন্ট (মন্তব্য) নেই। এগুলো মেয়ার (নিছক) গসিপ। আলাপ-আলোচনা হচ্ছে। দুই একজন বলছে। এই সম্পর্কে আমার কোনো কমেন্টস নেই।’
এর আগে রোববার রাতে জরুরি অবস্থা জারি হচ্ছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে পড়ে।
পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদ পেতে পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন।
Leave a Reply