গণতন্ত্র ছাড়া উন্নয়ন টেকসই হয় না বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং-কিউন। তিনি বলেন, এমনকি উত্তর কোরিয়াও বলে যে তারা গণতান্ত্রিক। একটি দেশ গণতান্ত্রিক কিনা সেটি বড় প্রশ্ন নয়, প্রশ্ন হলো দেশের সরকার গণতান্ত্রিক কিনা, দেশে সুশাসন আছে কিনা। অনেক গবেষণাতেই দেখা গেছে, কোন দেশে গণতান্ত্রিক সরকার থাকলে সেখানে অধিক উন্নয়ন হয়।
রাষ্ট্রদূত লি একটি গবেষণার ফল প্রদর্শন করে দেখান যে, বে অফ বেঙ্গল দেশগুলো গণতন্ত্রের দিক থেকে মধ্যম মানের। মানবাধিকারের মানদন্ডগুলোতেও দেশগুলোর অবস্থান তলানিতে।
আজ (২২ নভেম্বর) মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত বে অফ বেঙ্গল কনভারসেশন এর দ্বিতীয় দিন (উন্নয়ন বনাম গণতন্ত্র) শীর্ষক এক অধিবেশনে রাষ্ট্রদূত লি এমন মন্তব্য করেন।
সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)-এর নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুনের সঞ্চালনায় উক্ত অধিবেশনে সার্বিয়ার প্রেসিডেন্টের সাবেক বৈদেশিক নীতিবিষয়ক উপদেষ্টা জোভান রাকতোভিচ বলেন, এমনকি দুর্বল কর্তৃত্ববাদী সরকারগুলোর চেয়ে দুর্বল গণতন্ত্রে মানুষ ভালো থাকে।
Leave a Reply