ডেস্ক রিপোর্ট: ১৯৭১-সালে দেশ স্বাধীনের পর গতকালই প্রথম গোপালগঞ্জে জামায়াতে ইসলামী বাংলাদেশ-এর নেতা-কর্মিরা রাজনৈতিক কর্মসূচি হিসাবে মোটর-সাইকেল শোভাযাত্রা করেছে। পরিবর্তিত এই পরিস্থিতি নিয়ে অনেকেই নানা মন্তব্য করেছেন।
তবে জামায়াতে ইসলামী বাংলাদেশ গোপালগঞ্জ জেলা শাখা ব্যাপক আনন্দ উদ্দীপনার মধ্য দিয়েই এই মোটর-সাইকেল শোভাযাত্রা করেছে।
গতকাল (১০ ফেব্রুয়ারি) সোমবার বিকেল ৫টার দিকে গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকা থেকে কয়েক’শ নেতা-কর্মি হাতে জাতীয় পতাকা হাতে নিয়ে মোটর-সাইকেল শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।
এর আগে স্থানীয় মডেল মসজিদ এলাকায় এক পথসভা অনুষ্ঠিত হয়। সেখানে তারা তাদের এই শোভাযাত্রাকে আগাম নির্বচনী প্রচারনা উল্লেখ করে সেখানে গোপালগঞ্জ-০১ আসনে সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল হামিদ ও গোপালগঞ্জ-০২ আসনে অ্যাড. আজমল হোসাইন সরদারকে সম্ভাব্য এমপি প্রার্থী হিসাবে নাম ঘোষনা করে তাদের পরিচয় করিয়ে দেয়া হয়।
পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদ পেতে পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন।
Leave a Reply