নওগাঁ-রাজশাহী মহাসড়কের বলিহার এলাকায় ট্রাকচাপায় সিএনজির ৫ যাত্রী নিহত হয়েছেন।
আজ শুক্রবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে নিহত পরিচয় জানা যায়নি। তবে তাদের মধ্যে চারজন পুরুষ ও একজন মেয়ে।
স্থানীয়রা জানান, সিএনজি অটোরিকশাটি নওগাঁ থেকে রাজশাহী যাচ্ছিল, আর বিপরীত দিক থেকে আসছিল পোলট্রির খাবার বোঝাই ট্রাকটি। ঘটনাস্থলে একটি ট্রাক্টরকে পাশ কাটাতে গেলে সিএনজিটিকে বিপরীত দিক থেকে আসা ট্রাকটি চাপা দেয়।
বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ সদর থানার ভীমপুড় পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মাহবুব আলম বলেন, ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয়েছে। তবে প্রাথমিকভাবে নিহতদের পরিচয় মেলেনি। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ করছেন।
Leave a Reply