ডেস্ক রিপোর্ট: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা দুপ্তারা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম (৩০) কে পিতামাতা পরিবারের সামনে এলোপাতাড়ি কুপিয়ে ও চোখ তুলে হত্যা করেছে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।
গতকাল (৪ এপ্রিল) মঙ্গলবার সকাল ১০,টার সময় দুপ্তারা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা হাসমত ও তার লোকজন স্থানীয় বাজারে মাহবুবের উপর হামলা চালিয়ে এই নির্মম হত্যাকাণ্ড ঘটায়।
ঘটনা সম্পর্কে মাহাবুবের পরিবার জানায়, বাবা, মা, তার দুই ভাই হাশমতের বাড়িতে গিয়ে প্রাণ ভিক্ষা চাইতে থাকি। কিন্তু তারপরেও হাশমত তার লোকজন দিয়ে মারতে মারতে অজ্ঞান করে ফেলে। অচেতন অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পিতামাতার সামনে মধ্যযুগীয় কায়দা যুবদল নেতার এমন মৃত্যু নিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
অন্যদিকে হাসমতকে স্থানীয় জনগণ স্বেচ্ছাসেবক লীগ নেতা হিসাবে চিনলেও স্থানীয় আ,লীগ হাসমতকে স্বেচ্ছাসেবক লীগ নেতা হিসাবে অস্বীকার করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক তৈয়ব বলেন, ‘হত্যাকাণ্ডের ঘটনায় হাশমতের ভাই কিসমত ও কামালকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের ধরতে আমাদের অভিযান চলছে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।
Leave a Reply