বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শনিবার নিউইয়র্কে অনুষ্ঠিত হলো বাংলাদেশী সাংবাদিকদের সংগঠন নিউইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান। সাদিয়া খন্দকার ও দীমা নিফার তিথির যৌথ সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি আবু তাহের ও স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মনোয়ার ইসলাম।
গুলশান টেরেসে আড়ম্বরপূর্ণ এই অনুষ্ঠানে যোগদেন ডেমোক্রেট দলীয় কংগ্রেসম্যান গ্রেস মেং, নিউইয়র্ক সিনেটর জন লুই, নিউইয়র্ক সিটির কম্পট্রলার ব্রেড লেন্ডারসহ রাজনীতিক, বিভিন্ন সংবাদ মাধ্যমের সম্পাদক ও প্রধান নির্বাহী, শিল্পী, সাহিত্যিক এবং কমিউনিটির বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধি। কি-নোট স্পীকার ছিলেন এ্যামি এওয়ার্ড প্রাপ্ত সাংবাদিক স্পেকট্রাম নিউজের এসাইনমেন্ট এডিটর রাসেল বুম।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিলো আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীকে নিউইয়র্ক বাংলাদেশের পক্ষ থেকে বিশেষ সম্মাননা বা প্রেসক্লাব এপ্রিসিয়েশন এওয়ার্ড প্রদান।
অনুষ্ঠানে ফাজলে রশীদ সম্মাননা প্রদানের জন্য প্রবীণ সাংবাদিক নিনি ওয়াহেদের নাম ঘোষণা করা হয়। পরবর্তীতে তাকে এই সম্মাননা পৌছে দেয়া হবে বলে জানানো হয়।
জাতিসংঘ এবং হোয়াইট হাউসে প্রতিনিধিত্বকারী একমাত্র বাংলাদেশী সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীর নিকট এওয়ার্ড তুলে দেন স্টেট সিনেটর জন লুই, এ্যামি এওয়ার্ড প্রাপ্ত সাংবাদিক স্পেকট্রাম নিউজের এসাইনমেন্ট এডিটর রাসেল বুম, সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক মনোয়ার ইসলাম এবং অভিষেক উদযাপন কমিটির চেয়ারম্যান ডা. চৌধুরী সারোয়ারুল হাসানসহ আমন্ত্রিত অতিথিরা। এসময় তার সাহসী সাংবাদিকতার সংক্ষিপ্ত বিবরণ দিয়ে সাইটেশন পাঠ করেন নিউইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাবের সহ সভাপতি শেখ সিরাজ।
এওয়ার্ড গ্রহণ করে সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী বলেন, স্বাধীন সাংবাদিকতা বাংলাদেশে গভীর সংকটের মুখে। আন্তর্জাতিক সূচকে ১৮২ টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৫২তম এবং দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বনিম্ন । শুধুমাত্র সাংবাদিকতার কারণে সাংবাদিক সম্পতি সাগর-রুনিকে জীবন দিতে হয়েছে উল্লেখ করে প্রাপ্ত এওয়ার্ড তাদের স্মৃতির প্রতি উৎসর্গ করেন মুশফিকুল ফজল আনসারী।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রেসক্লাবের অন্যতম উপদেষ্টা মঈনুদ্দীন নাসের, প্রথম আলো উত্তর আমেরিকা সম্পাদক ইব্রাহীম, চৌধুরী বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী বেবী নাজনীন, সাপ্তাহিক প্রবাস সম্পাদক মোহাম্মদ সাঈদ, অ্যাসালের চেয়ারম্যান মাফ মিসবাউদ্দিন, বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি ও কমিউনিটি বোর্ড মেম্বার আব্দুর রহীম হাওলাদার, সোসাইটির কোষাধ্যক্ষ ও কমিউনিটি বোর্ড মেম্বার মোহাম্মদ আলী, ডা. বর্ণালী হাসান, রাজনীতিক জসিম ভুইয়া, বিশিষ্ট ব্যবসায়ী নূরুল আজীম, হাফেজ আব্দুল্লাহ আল আরীফ, আশা হোম কেয়ারের সিইও আকাশ রহমান, কমিউনিটি অ্যাক্টিভিস্ট সাইফুর খান হারুন, ফখরুল ইসলাম দেলোয়ার, মোহাম্মদ আবুল কাশেম, জয় চৌধুরী, মাজেদা উদ্দিন।
সূত্র – জাষ্ট নিউজ।
Leave a Reply