গত ২০/২/২০২২ ইং তারিখে নিজ বাড়ি থেকে পরেশ চন্দ্র দাশ (১৬) নামের নবম শ্রেণিতে পড়ুয়া এক স্কুল ছাত্র সকাল ৮,টার সময় বাড়ি থেকে ঘরের প্রয়োজনীয় পন্য কিনতে দোকানে যাওয়ার পর আর ফিরে আসেনি। হারিয়ে যাওয়া পরেশ চন্দ দাস, লক্ষীপুর জেলার রামগতি থানাধীন ৯,নং চরগাজী ইউনিয়ন, চর আফজল হাজিরহাট বাজারের দক্ষিণ পার্শ্বের যতন ডাঃ বাড়ির পার্থ চন্দ্র দাসের ছেলে। পরেশ নিখোঁজ হওয়ায় পর গত ২৬/২/২০২২ ইংরেজি তারিখে রামগতি থানায় পরেশের মা- মিলিবালা দাস একটি নিখোঁজ ডায়েরি করেন। জিডি নং (১১২৩)।
কোন সুহৃদয়বান ব্যাক্তি ছেলেটির সন্ধান পেলে নিম্নে উল্লেখিত মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য বিনীত ভাবে অনুরোধ করা গেলো।
যোগাযোগ-
০১৯৮৪-৪০০৪৫৫
০১৭১৯- ৪৪৪১৭৭
০১৮৬৪-৩৯৯৩৫৬
০১৩১৭-৬৮৪৩৭২
Leave a Reply