চট্টগ্রাম: সারাদেশে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিভিন্ন অপকর্ম ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে চট্টগ্রাম মহানগর খুলশী থানা যুবদল।
গতকাল (৭ ফেব্রুয়ারি) শুক্রবার মিছিলটি নগরীর ১৩ নং পাহাড়তলী ওয়ার্ডের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ সমাবেশে করে খুলশী থানা যুবদল।
উক্ত মিছিলের নেতৃত্ব দেন খুলশী থানা যুবদল নেতা কামাল হোসেন নিলয়, ও ছাত্রদল নেতা মোহাম্মদ জাকির হোসেন।
মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন যুবদল নেতা কামাল হোসেন ও ছাত্রদল নেতা জাকির।
সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘ ১৫ বছর ফ্যাসিস্ট হাসিনা সরকারের জুলুম অত্যাচার হাত থেকে রক্ষা পেতে হাজার হাজার মায়ের সন্তান বুকের তাজা রক্ত দিয়ে গত ৫ আগষ্ট ছাত্র জনতার গনঅভ্যুত্থানের মাধ্যমে জাতি ফিরে পেয়েছে হায়না মুক্ত একটি স্বাধীন দেশের লাল সবুজের পতাকা।
কিন্তু দুঃখের বিষয় আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চলমান রাজনীতি থেকে প্রতিহিংসা দুর করতে আ,লীগের নেতাকর্মীদের সাধারণ ক্ষমা ঘোষণা করার সুযোগটিকে তারা কাজে লাগাতে পারেনি।
ফ্যাসিবাদের পতন হলেও দেশকে অস্থিতিশীল করার চেষ্টায় লিপ্ত রয়েছে ফ্যাসিস্ট হাসিনার দোসররা।
আমরা পরিস্কার ভাষায় ফ্যাসিবাদের দোসরদের বলতে চাই, হাজারো মায়ের বুক খালি করা অর্জিত স্বাধীনতাকে বিতর্কিত করতে বিএনপি কখনোই দেবেনা।
প্রয়োজনের দেশ ও দেশের মানুষের কল্যাণে ফ্যাসিবাদের দোসরদের প্রতিহত করে গনতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করতে আবারও রক্ত দিতে প্রস্তুত রয়েছে বিএনপির সকল নেতাকর্মীরা।
উক্ত মিছিল আরও উপস্থিত ছিলেন খুলশী থানা জিয়া মঞ্চ এর সদস্য সচিব – আব্দুল্লাহ বিকি, খুলশী থানা যুবদল নেতা মোঃ মোবারক, মোঃ জাহাঙ্গীর, মোঃ পারভেজ, ওয়ার্ড ছাত্রদল নেতা মোঃ রাকিব ও অন্যান্য নেতৃবৃন্দ।
পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদ পেতে পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন।
Leave a Reply