ডেস্ক রিপোর্ট: গোপালগঞ্জে অভিযান চালিয়ে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যা মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আনোয়ার হোসেন আনুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল (৭ এপ্রিল) গভীররাতে গোপালগঞ্জ জেলা শহরের বেদগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
নিষিদ্ধ ঘোষিত কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন আনু বেদগ্রাম এলাকায় অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। পরে ওই এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. সাজেদুর রহমান জানান, তিনি জানান, দিদার হত্যা মামলার সন্দেহভাজন আসামি।
পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদ পেতে পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন।
Leave a Reply