ডেস্ক রিপোর্ট: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘পুলিশকে অবহেলা করে কিংবা পাশ কাটিয়ে গিয়ে দেশ গড়তে পারবো না। তারাই সম্মুখ সারির মানুষ। তারা ক্ষেত্র প্রস্তুত করলেই তারপর বাকি জিনিসগুলো হয়, তারপর বীজ লাগানো যায়, চারা লাগানো যায়, সবকিছু হয়। আইন না থাকলে, শৃঙ্খলা না থাকলে যত বড় বড় চিন্তাই হোক, যত টাকায় থাক না কেন কোনো কাজে আসবে না।
আজ (১৭ মার্চ) সোমবার রাজধানীর তেজগাঁওয়ের প্রধান উপদেষ্টার কার্যালয়ে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে এক সভায় এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।
এছাড়া মাঠ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ এবং রাজশাহী রেঞ্জের ডিআইজি ফারজানা ইসলাম।
পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে ড. ইউনূস বলেন, কনস্টিটিউশন (সংবিধান) অনুসারে যত অধিকার দেয়া আছে, সবগুলো নিশ্চিত করা আমাদের দায়িত্ব। সেই দায়িত্ব পুলিশের মাধ্যমে আমাদের এক্সিকিউট করতে হয়। কাজেই পুলিশ হিসেবে সংখ্যালঘুদের নিরাপত্তা এবং যেকোনো ব্যক্তির নিরাপত্তা, অসহায় গরিব মানুষের নিরাপত্তা, শক্তিশালী মানুষের হাত থেকে তাকে বাঁচানো সেটা নিশ্চিত করা। এগুলো যেন আমরা করতে পারি।
পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদ পেতে পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন।
Leave a Reply