চট্টগ্রাম: চট্টগ্রামে পরোয়ানাভুক্ত এক আসামির তথ্য সংগ্রহ করতে আসা পুলিশের জিজ্ঞাসাবাদে ভয়ে আতঙ্কে অসুস্থ’ হয়ে মারা গেছেন স্থানীয় এক আ,লীগ নেতা।
গতকাল (২ মার্চ) রবিবার চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন কুসুমবাগ আবাসিক এলাকায় লাল মিয়া (৬০) নামে ওই ব্যক্তির বিরুদ্ধে আদালতের গ্রেফতারী পরোয়ানা নিয়ে খুলশী থানার পুলিশ জিজ্ঞাসাবাদ করতে গেলে আ,লীগের রাজনীতির সাথে জড়িত থাকার ভয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বলে দাবি করেছেন পরিবারের লোকজন ও স্থানীয়রা।
নগরীর কুসুমবাগের রাজীব ভবনের নিচ তলায় দোকান চালাতেন লাল মিয়া। তার বাড়ি বরিশালে। পরিবার নিয়ে তিনি লালখান বাজার ১৪ নং ওয়ার্ডের কুসুমবাগ এলাকাতেই থাকতেন।
লাল মিয়ার দুই ছেলে ও দুই মেয়ে আছে। তিনি স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে স্থানীয়রা জানান।
স্থানীয় লোকজন ও লাল মিয়ার পরিবারের সদস্যরা মুক্তআকাশ২৪.কমকে বলেন, বেলা ৩টা-সাড়ে ৩টার দিকে দুইজন পুলিশ একটি মামলার বিষয়ে খোঁজ নিতে দোকানে আসেন এবং তাদের সাথে কথা বলার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন।
পরিবারের সদস্যরা আরও জানাশ, অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে মেডিকেল সেন্টারে (একটি বেসরকারি হাসপাতাল) নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ডাক্তাররা বলেছেন তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান জানায় আদালতের গ্রেফতার পরোয়ানা নিয়ে পুলিশ অভিযুক্ত ব্যক্তির সাথে কথা বলার সময় তিনি অসুস্থ হয়ে পড়লে পরিবার লোকজন হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, মৃত ব্যক্তির মৃত্যু সনদ হাতে পেলে আদালতে গ্রেপ্তারি পরোয়ানার তামিল আদালতে ফেরত পাঠানো হবে।
পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদ পেতে পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন।
Leave a Reply