প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন হেফাজতে ইসলামের নেতারা। আজ (১৭ ডিসেম্বর) শনিবার বিকালে গণভবনে ওই বৈঠকটি হয় বলে হেফাজতের পক্ষ থেকে জানানো হয়েছে। হেফাজত মহাসচিব শায়েখ সাজিদুর রহমানের নেতৃত্বে ১১ সদস্যের প্রতিনিধি দল এই বৈঠকে অংশ নেন। বৈঠকে কারাবন্দি হেফাজত নেতাদের মুক্তি ও তাদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন নেতারা। শনিবার ঢাকা ওলামা মাশায়েখ সম্মেলন করে হেফাজত। ওই সম্মেলনে সাত দফা দাবি পেশ করে সংগঠনটি। এসব দাবির বিষয়ও প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন হেফাজত নেতারা।
Leave a Reply